বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড অটো অ্যাপের মোবাইল ভার্সন সরিয়ে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে গুগল। সব ভার্সনের ব্যবহারকারীদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। এক বছর আগে শুধু অ্যান্ড্রয়েড ১২ ভার্সনে এ পরিষেবা বন্ধ করেছিল প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটস নাউ।
বর্তমানে অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্লাটফর্মে দেখা গেলেও এতে বেশকিছু পরিবর্তন এসেছে। পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনের ব্যবহারকারীরা যদি এখন অ্যাপটিতে প্রবেশ করতে চান তাহলে তাদের একটি শুভেচ্ছা বার্তা দেখানো হবে। যেখানে শিগগিরই ফোন স্ক্রিনের জন্য অ্যান্ড্রয়েড অটোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে জানানো হবে। অ্যাপে প্রবেশের সময় মেসেজ দেখা গেলেও কবে থেকে পরিষেবাটি বন্ধ করা হবে, সে বিষয়ে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
যারা এখনো পরিষেবাটি গ্রহণ করতে চায়, তাদেরকে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোডে পরিবর্তিত হতে হবে। নাইনটুফাইভকে দেয়া এক বিবৃতিতে গুগল জানায়, যারা যানবাহনে অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করেন, তারা এ অভিজ্ঞতা হারাবেন না। সম্প্রতি গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে গাড়ির জন্য নির্ধারিত অ্যান্ড্রয়েড অটোর ইউজার ইন্টারফেসে বড় ধরনের পরিবর্তন আনার কথাও জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।
গুগল আরো জানায়, যারা বর্তমানে অ্যান্ড্রয়েড অটো মোবাইল অ্যাপ ব্যবহার করছে, তাদের স্বয়ংক্রিয়ভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডে স্থানান্তর করা হবে। প্রযুক্তি বিশ্লেষকদের অভিমত, অ্যান্ড্রয়েড অটো মোবাইল অ্যাপের মতো গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড সে রকম কার্যকর হবে না। ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে এটিকে ব্যবহারকারীদের জন্য আরো সুবিধাজনক করা হবে বলে আশা প্রকাশ করেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।