বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যাটারি ভালো আছে কিনা তা জানতে আইফোন বা আইপ্যাডে বিশেষ ফিচার রয়েছে। এর মাধ্যমে জানা যায়, ব্যাটারি পরিবর্তন করতে হবে নাকি এই ব্যাটারিতেই চলবে। অবশ্য অ্যান্ড্রয়েডে এ ধরনের কোনও ফিচার নেই।
ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ফিচার না থাকলেও অ্যান্ড্রয়েডের ব্যাটারির অবস্থা পরীক্ষা অসম্ভব কিছু নয়। এ জন্য কয়েকটি উপায় আছে। কিছু থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাটারির অবস্থা জানা যাবে।
স্যামসাং স্মার্টফোন : স্যামসাং ডিভাইস ব্যবহারকারীরা সহজে ব্যাটারির অবস্থা জানতে পারবেন। এ জন্য সেটিংস থেকে ‘ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার’ অপশনে যেতে হবে। এরপর সেখান থেকে ডায়াগনস্টিকস অপশনে গেলেই ব্যাটারির স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।
ওয়ানপ্লাস স্মার্টফোন : ব্যাটারির অবস্থা জানার জন্য ওয়ানপ্লাসে সরাসরি কোনও বিল্ট-ইন ফিচার নেই। তবে প্রতিষ্ঠানটির ওয়ানপ্লাস কেয়ার অ্যাপের মাধ্যমে ব্যাটারির সমস্যাসহ ফোনের সব ধরনের সমস্যা চিহ্নিত করা সম্ভব।
থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে : ব্যাটারিতে কোনও সমস্যা আছে কিনা তা জানতে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। এ ধরনের কয়েকটি অ্যাপ হলো- ক্যাশিফাই ডায়াগনোস, সিপিইউ-জেড, অ্যাম্পিয়ার ইত্যাদি। এসব অ্যাপের মাধ্যমে ডিভাইস স্ক্যান করা এবং ডিভাইসের যেকোনও সমস্যা বের করা সম্ভব। ফলে ব্যাটারির ক্ষেত্রেও এসব অ্যাপ কার্যকরী। তবে থার্ড পার্টি অ্যাপ হওয়ায় এ ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সবসময় বিবেচনায় রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।