বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আগামী কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১৫ উন্মোচন করতে পারে গুগল। এরইমধ্যে অপারেটিং সিস্টেমটির বিটা ভার্সন চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনে নতুন যেসব ফিচার থাকবে সে সম্পর্কিত তথ্য প্রকাশ পেয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোচায়নার প্রতিবেদনে এমন কয়েকটি দারুণ ফিচার সম্পর্কে জানা গেছে।
স্যাটেলাইট সংযোগ সাপোর্ট: অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীরা স্যাটেলাইট সংযোগ সুবিধা পাবেন। ফলে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই জরুরি মুহূর্তে বার্তা পাঠানো যাবে। মূলত ডিভাইসের ডিফল্ট মেসেজিং অ্যাপ দিয়ে এসএমএস ও আরসিএস স্যাটেলাইট সংযোগের মাধ্যমে কাজ করবে।
অফলাইনে ফোন খুঁজে পাওয়ার সুবিধা: অ্যান্ড্রয়েড ফিফটিনে গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারটি আপডেট করা হবে। ফলে ফোনের ব্লুটুথের মাধ্যমে অন্য ব্যবহারকারীর হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে বের করা যাবে। এ ছাড়া যদি ফোন বন্ধ থাকে তাহলে খুঁজে বের করতে ‘পাওয়ার অফ ফাইন্ডিং মোড’ সুবিধা থাকতে পারে।
নোটিফিকেশন কুলডাউন ফিচার: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সনে থাকতে পারে নোটিফিকেশন কুলডাউন। নোটিফিকেশন বিড়ম্বনা এড়াতে কুলডাউন ফিচারটি যোগ করা হয়েছে। একটানা নোটিফিকেশন এলে অ্যান্ড্রয়েড ফিফটিন স্বয়ংক্রিয়ভাবেই শব্দের মাত্রা কমিয়ে দেবে।
সেনসিটিভ নোটিফিকেশন বন্ধের সুবিধা: ওটিপি জালিয়াতি মোকাবেলায় সেনসিটিভ নোটিফিকেশন নামের একটি ফিচার থাকবে অ্যান্ড্রয়েড ফিফটিনে। এটি অন্য অ্যাপগুলোকে ব্যবহারকারীর ওটিপি মেসেজ পড়তে বাধা দেবে। এতে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকবে।
আংশিক স্ক্রিন শেয়ারিং: অ্যান্ড্রয়েড ফিফটিনে ব্যবহারকারীরা স্মার্টফোনের পুরো স্ক্রিন শেয়ারের পরিবর্তে একটি অ্যাপের উইন্ডো শেয়ার ও রেকর্ড করতে পারবেন। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে।
প্রাইভেট স্পেস: ব্যক্তিগত গোপনীয়তা ও ফাইল সুরক্ষিত রাখতে অ্যান্ড্রয়েড ফিফটিনে আলাদা জায়গা থাকবে। ব্যবহারকারী চাইলে এসব ফাইল বা অ্যাপ আলাদা জায়গায় সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড বা পিন ব্যবহার করতে পারবেন।
ব্যাটারি হেলথ: আইফোনের মতো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও তাদের ডিভাইসের ব্যাটারি হেলথ চেক করতে পারবেন। নতুন অপারেটিং সিস্টেমে এ সুবিধা আনবে গুগল। এর মাধ্যমে ব্যাটারি হেলথ কত শতাংশ এবং কখন ব্যাটারি পরিবর্তন করতে হবে তা জানতে পারবেন ব্যবহারকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।