বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নতুন একটি ফিচার যুক্ত করছে। যার মাধ্যমে কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনের ফাইল দেখা ও ব্যবহার করা যাবে। এর ফলে ব্যবহারকারী ডিভাইসগুলো সুইচ না করেই ফাইল-সংশ্লিষ্ট কাজ করতে পারবেন।
সংস্থাটি জানায়, এ ফিচারের সাহায্যে কম্পিউটারের মধ্যে ফাইলগুলো দ্রুত ও সহজে স্থানান্তর করা যাবে, খোলা যাবে ও দেখা যাবে। কোম্পানিটির দাবি, ফিচারটির সাহায্যে ফাইলগুলো পরিচালনা করতে ব্যবহারকারীর সময় কম লাগবে। ফলে তিনি পছন্দের অন্য কাজে আরও বেশি সময় ব্যয় করতে পারবেন।
নতুন এ ফিচার ব্যবহার করার জন্য অ্যান্ড্রয়েড ইলেভেন বা তার পরবর্তী সংস্করণসহ একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে এবং ফোনে উইন্ডোজ অ্যাপের লিংক ও কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন থাকতে হবে। একবার এটি সেটআপ করলে ব্যবহারকারীর কম্পিউটারে ফাইল এক্সপ্লোরার অ্যাপে ফোনের ফাইলগুলো দেখা যাবে। ফিচারটি সব ব্যবহারকারীর জন্যই উপকারী হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
বিশেষত শিক্ষার্থীদের পড়াশোনা, পেশাদার কাজে অথবা যারা প্রোডাক্টিভ কাজে আগ্রহী তাদের জন্য ফিচারটি বেশি কাজে লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।