বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অথচ সিকিউরিটি আপডেট হালনাগাদ করেন না—এমন ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। অনেকেই মনে করেন, এই আপডেটগুলো ফোনের তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন আনে না, তাই গুরুত্ব দেয়ার কিছু নেই। কিন্তু বাস্তবতা হলো, এই ছোট ছোট আপডেটই আপনার ফোনকে সুরক্ষিত রাখে ভয়ংকর সাইবার হুমকি, হ্যাকিং ও ব্যক্তিগত তথ্য চুরির মতো ঝুঁকি থেকে।
সাম্প্রতিক গবেষণা ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, সময়মতো অ্যান্ড্রয়েড নিরাপত্তা আপডেট না করলেই আপনার ডিভাইস হয়ে উঠতে পারে সাইবার অপরাধীদের জন্য সহজ শিকার। প্রযুক্তি বিশেষজ্ঞরা আপডেট দেয়ার ৫টি গুরুত্বপূর্ণ কারণ জানিয়েছে আপনার ফোনকে নিরাপত্তা দেবে। এগুলো হলো:
১. সাইবার হুমকির হার বেড়েছে বহুগুণে
সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসের বিরুদ্ধে সাইবার হামলার হার ব্যাপকভাবে বেড়েছে। হ্যাকাররা এখন আরও সুসংগঠিতভাবে তথ্য চুরি ও ডিভাইস নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফিশিং অ্যাটাকের মতো কৌশলে ব্যবহারকারীকে ফাঁদে ফেলা হচ্ছে, যা সাধারণ আপডেট দিয়ে ঠেকানো যায় না। তবে, গুগল এমন সব ঝুঁকি আগেভাগে শনাক্ত করে হালনাগাদ পাঠায় এই সুরক্ষা পেতে হলে আপনার ফোন আপডেট করতেই হবে।
২. যতদিন আপনি আপডেট এড়িয়ে যাবেন, তত বাড়বে ঝুঁকি
আপনার ফোনের সিকিউরিটি ফোন নিরাপদ রাখে। অন্যদিকে হ্যাকাররা প্রতিনিয়ত তথ্য চুরির চেষ্টা করছে। আপনি যদি প্রতি মাসে আসা আপডেটগুলো এড়িয়ে যান, তবে ধীরে ধীরে এই সিকিউরিটির দুর্বলতা তৈরি হবে, যার ভেতর দিয়ে সাইবার হামলা হওয়াই স্বাভাবিক। একটি-দুটি আপডেট বাদ গেলেও সমস্যা নাও হতে পারে, তবে একাধিক বাদ পড়লে তা মারাত্মক হয়ে উঠতে পারে।
৩. জিরো-ডে এক্সপ্লয়েট সবচেয়ে বড় হুমকি
২০২৫ সালের এপ্রিল মাসে গুগল দুটি জিরো-ডে নিরাপত্তা ত্রুটি সংশোধন করে। এই ধরনের ত্রুটি আবিষ্কার করে আগে ব্যবহার করে হ্যাকাররা, পরে তা গুগল শনাক্ত করে। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপত্তা আপডেট ইনস্টল করা জরুরি। আপনি ব্যাংকিং বা সরকারি চাকরিতে না থাকলেও আপনার ব্যক্তিগত ডেটা নিরাপদ নয়।
৪. শুধু সাধারণ বুদ্ধিমত্তা যথেষ্ট নয়
অনেকে মনে করেন, “আমি তো শুধু প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি, ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে যাই না—তাহলে ভয় কী?” এই ভাবনাটাই বিপজ্জনক। আমরা যত বেশি নিরাপদ বোধ করি, তত বেশি অসতর্ক হয়ে পড়ি। ফলে অ্যান্ড্রয়েডের বিল্ট-ইন নিরাপত্তার ওপর ভরসা করে আমরা অনেক কিছুই উপেক্ষা করে ফেলি। তাই নিজের নিরাপত্তা আপডেট নিশ্চিত করাই সবচেয়ে বাস্তবিক পদক্ষেপ।
৫. নতুন ফিচারগুলোর কার্যকারিতা নির্ভর করে সিকিউরিটি আপডেটের ওপর
নতুন ‘অ্যান্ড্রয়েড ১৬’ সংস্করণে আসছে ‘অ্যাডভানস প্রটেকশন মুড’ যা বিভিন্ন নিরাপত্তা ফিচার একসঙ্গে কাজ করাবে। কিন্তু এসব ফিচার সঠিকভাবে কাজ করতে পারবে কেবল তখনই, যদি আপনার ডিভাইস সবশেষ সিকিউরিটি আপডেটে থাকে।
এই মোড চালু করলে
ঝুঁকিপূর্ণ ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেকশন বন্ধ করা হবে,
ইউএসবি কেবল দিয়ে চার্জ ছাড়া ডেটা ট্রান্সফার বন্ধ থাকবে,
শুধুমাত্র নির্ভরযোগ্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে।
অর্থাৎ, সিকিউরিটি আপডেট না থাকলে নতুন ফিচারগুলোও কার্যকর হবে না।
গুগল আমাদের অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তায় কাজ করছে, তবে এটি তখনই ফলপ্রসূ হয় যখন আমরাও সচেতন থাকি। পাইরেটেড অ্যাপ ব্যবহার, সন্দেহজনক লিংকে ক্লিক এবং অজানা সোর্স থেকে অ্যাপ ইনস্টল করা এসব এড়িয়ে চলা দরকার। সেই সঙ্গে, সবার আগে নিজের ফোনের সিকিউরিটি আপডেটটি হালনাগাদ করে নিন। এটি আপনার ব্যক্তিগত তথ্য ও ডিভাইসকে সুরক্ষিত রাখার সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।