বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের অভিজ্ঞতা এখন হাতের মুঠোয়! চাইলে কোনো নতুন ডিভাইস না কিনেও অ্যান্ড্রয়েড ফোনকে সাজাতে পারবেন একেবারে আইফোনের মতো। আলাদা অপারেটিং সিস্টেম ছাড়াই কিছু অ্যাপ, থিম ও আইকন প্যাকের সাহায্যে সহজেই এই রূপান্তর সম্ভব।
Table of Contents
লঞ্চার ইনস্টল করে শুরু করুন আইফোনের অভিজ্ঞতা
আইফোনের মতো হোম স্ক্রিন পেতে প্রথম ধাপ হলো লঞ্চার ইনস্টল করা। প্লে স্টোর থেকে iOS Launcher, Nova Launcher বা Apex Launcher ডাউনলোড করুন। এই লঞ্চারগুলো হোম স্ক্রিনের আইকন, লেআউট, উইজেট, এমনকি আইফোনের মতো ডায়নামিক আইল্যান্ড ফিচারও দেবে।
লঞ্চার ইনস্টল করার পর সেটিকে ডিফল্ট হোম অ্যাপ হিসেবে নির্ধারণ করলেই মিলবে পরিপূর্ণ আইফোনের অনুভূতি।
থিম ও আইকন প্যাক দিয়ে নিন আইফোনের লুক
অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের লুক আনতে থিম ও আইকন প্যাকের ব্যবহার অত্যন্ত কার্যকর। প্লে স্টোর বা স্যামসাং ব্যবহারকারীদের জন্য Galaxy Themes থেকে আইফোন স্টাইলের থিম, আইকন, ওয়ালপেপার ও ফন্ট বেছে নিতে পারেন। এর ফলে ফোনের পুরো চেহারায় আসবে আইফোনের ছোঁয়া।
আইওএসের মতো অ্যাপ ব্যবহার করুন
আইফোনের মতো অভিজ্ঞতার জন্য নির্দিষ্ট কিছু অ্যাপও ব্যবহার করতে পারেন। যেমন:
- iMessage এর বিকল্প হিসেবে AirMessage।
- Apple Music অ্যাপ সরাসরি প্লে স্টোর থেকেই ব্যবহার করা যায়।
- iOS স্টাইলের ক্যালকুলেটর, ঘড়ি বা ফাইল ম্যানেজার অ্যাপও সহজেই পাওয়া যায়।
তবে নিরাপত্তার জন্য শুধুমাত্র বিশ্বস্ত ও পরিচিত উৎস থেকেই অ্যাপ ডাউনলোড করুন।
লক স্ক্রিন ও কন্ট্রোল সেন্টারও পেয়ে যাবেন
iOS 16 স্টাইলের লক স্ক্রিন এখন অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা সম্ভব। প্লে স্টোরের Lock Screen Apps দিয়ে আনতে পারবেন আইফোনের মতো লক স্ক্রিন উইজেট। একইভাবে, iOS Control Center অ্যাপের মাধ্যমে স্ক্রিনের নিচ বা পাশে সোয়াইপ করেই পাবেন Wi-Fi, Bluetooth, Brightness নিয়ন্ত্রণসহ আরও অনেক সুবিধা।
অনেকে ফোনে Assistive Touch ফিচারও ব্যবহার করেন, যা স্ক্রিনে ভেসে থাকা শর্টকাট মেনু হিসেবে কাজ করে।
অ্যাপ বাছাই করুন বুঝে-শুনে
অনেক অ্যাপ ফ্রিতে ব্যবহারের সুযোগ দিলেও কিছু অ্যাপে বিজ্ঞাপন বা ইন-অ্যাপ পারচেইজ থাকতে পারে। তাই অ্যাপ ইন্সটল করার আগে অবশ্যই রেটিং ও রিভিউ দেখে যাচাই করুন, যাতে নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।