বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগলের সর্বশেষ মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫-এ যুক্ত হয়েছে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার। তবে এসব ফিচার ঠিকভাবে কার্যকর রাখার জন্য স্মার্টফোনে থাকতে হবে উন্নত হার্ডওয়্যার সুবিধা। গুগলের হালনাগাদ নীতিমালায় জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহার করতে হলে স্মার্টফোনে কমপক্ষে ৪ গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ থাকতে হবে।
এই শর্ত মানা না হলে নতুন সংস্করণটি ইনস্টল করা যাবে না। এর ফলে ২ বা ৩ গিগাবাইট র্যামের ফোন ব্যবহারকারীরা এই আপডেট থেকে বঞ্চিত হবেন। উল্লেখ্য, এই ক্যাটাগরির ফোন ব্যবহারকারীর সংখ্যা বিশ্বজুড়েই উল্লেখযোগ্য।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৫-এর নতুন ফিচারগুলো যথাযথভাবে চালাতে র্যাম ও স্টোরেজের পর্যাপ্ততা জরুরি। অপারেটিং সিস্টেম নিজেই স্টোরেজের একটি বড় অংশ—প্রায় ৭৫ শতাংশ—দখল করে রাখবে সিস্টেম ফাইল ও অ্যাপ সংরক্ষণের জন্য।
বাজেট ফোন ব্যবহারকারীদের মধ্যে অনেকেই কম র্যাম ও স্টোরেজের কারণে ধীরগতির পারফরম্যান্স, হ্যাং সমস্যা এবং সীমিত সফটওয়্যার আপডেটের মুখে পড়েন। গুগলের মতে, হালনাগাদ হার্ডওয়্যারের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। উন্নত কনফিগারেশনের ফোনে এখন ৬–৭ বছর পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
নতুন এই সিদ্ধান্ত গুগলের হার্ডওয়্যার উন্নয়ন ও সফটওয়্যার কার্যকারিতা—উভয় ক্ষেত্রে মান নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে বাজেট সেগমেন্টের ব্যবহারকারীদের জন্য এটি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।