খেলাধুলা ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধের শুরুতেই। তার পরই খেলায় ফেরে লিভারপুল। সমতার পর অলরেডদের এগিয়ে যাওয়া। তবে লিভারপুল শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি। ইউনাইটেডের সাথে সমতার ফল নিয়েই মোহাম্মদ সালাহদের মাঠ ছাড়তে হয়েছে।
অ্যানফিল্ডে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।
আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজের ৫২ মিনিটের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৭ মিনিট পরেই কোডি গাকপোর গোলে সমতা ফেরানো লিভারপুল ৭০ মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে এগিয়ে যায়। ১০ মিনিট পরে আমাদের সেই গোল শোধ করে সমতায় ফেরে ইউনাইটেড।
তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে অ্যানফিল্ড থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরল ইউনাইটেড। আর তাতে চার ম্যাচ পর এই প্রথম কোনো ম্যাচ না হেরে মাঠ ছাড়তে পারল রুবেন আমোরিমের দল।
১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ২০ ম্যাচ খেলা আর্সেনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।