অঞ্জলির এমএমএস কাণ্ডের পর আবারও নতুন ভিডিও ভাইরাল

অঞ্জলি

বিনোদন ডেস্ক : অঞ্জলি অরোরা, এই নাম জানে না এমন বোধহয় আর কেউ নেই। সম্প্রতি এমএমএস-কাণ্ডের পর অঞ্জলির নাম আরও বেশি করে উঠে এসেছে শিরোনামে। তবে তার পর আরও নানা রকম অবতারে ফিরে এসেছেন অঞ্জলি। কখনও পঞ্জাবি, কখনও হিন্দি কখনও আবার বাংলা গানের তালে তাল মিলিয়েছেন তিনি।

অঞ্জলি

কিছু দিন আগে ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে তাল মিলিয়ে যে ভিডিয়োটি আপলোড করেন তিনি, তা রীতিমতো ভাইরাল। এর মধ্যেই আরও এক ভিডিয়োয় ভাইরাল অঞ্জলি। অঞ্জলির পরনে একটি ক্রপ টপ আর জিন্‌স। ‘সাঁইয়া দিল মে আনা রে’ গানের তালে কোমর দোলাচ্ছেন তিনি। যদিও এই ভিডিয়ো বেশ অনেক দিন আগেই আপলোড করেছিলেন অঞ্জলি।

কিন্তু সম্প্রতি এমএমএস কাণ্ডের জেরে ভাইরাল তাঁর এই পুরনো ভিডিও।

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। নাচের ভিডিওগুলি দেখে অনুরাগীদের অনেকে প্রশংসা করলেও কেউ কেউ কটু মন্তব্যও করেছেন।সম্প্রতি ‘টি সিরিজ’ থেকে অঞ্জলির একটি মিউজিক ভিডিয়োও মুক্তি পেয়েছে। অঞ্জলির সঙ্গে দেখা যাবে বিশাল পণ্ডেকেও।