বিনোদন ডেস্ক : গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস নজিরবিহীন হামলা চালানোর পর থেকে গাজায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে বেড়েই চলেছে রক্তক্ষয়ী ‘যুদ্ধে’ নিহতের সংখ্যা। এদিকে চলমান এ সংঘাতে ইসরাইলের পক্ষে সরব হয়েছেন অনেক বলিউড ও হলিউড তারকা।
এবার গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি গাজার অধিবাসীদের সহায়তা এবং অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানান।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী।
পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মতো আমিও গত সপ্তাহগুলোতে ইসরাইলের সন্ত্রাসী হামলায় অনেক নিরপরাধ বেসামরিক মানুষের মৃত্যুতে অসুস্থ ও ক্ষুব্ধ হয়ে কাটিয়েছি। ভাবছি কীভাবে এই পরিস্থিতিতে সর্বোত্তম সাহায্য করা যায়।’
তিনি আরও বলেন, আমি অবিলম্বে প্রত্যেক জিম্মির নিরাপদে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি। এ ছাড়া যেসব পরিবার প্রিয়জনের হত্যার অকল্পনীয় যন্ত্রণা বহন করছে তাদের জন্যও প্রার্থনা করছি।
অ্যাঞ্জেলিনা আরও লেখেন, ‘ইসরাইলে যা ঘটেছে তা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, কিন্তু এটি গাজার বেসামরিক জনসংখ্যার বোমাবর্ষণে হারিয়ে যাওয়া নিরপরাধ জীবনকে ন্যায্যতা দিতে পারে না। যার কোথাও যাওয়ার জায়গা নেই, খাবার বা পানির কোনো ব্যবস্থা নেই, সরিয়ে নেয়ার কোনো সম্ভাবনা নেই, এমনকি মৌলিক মানুষও নেই। এ ছাড়া আশ্রয় নিতে সীমান্ত অতিক্রম করার অধিকার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।