নিজের দেশকে আর চিনতে পারেন না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল রবিবার স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে তার সর্বশেষ চলচ্চিত্র উপস্থাপনা করার সময় মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই বিশ্বখ্যাত অভিনেত্রী।
গণমাধ্যমের সমালোচনার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ব্যবস্থা গ্রহণ ও রক্ষণশীল প্রভাবশালী চার্লি কার্কের হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্যের জন্য লেট-নাইট হোস্ট জিমি কিমেলের অনুষ্ঠান স্থগিত করার পর, যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে জোলি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার বিষয়ে তিনি ভীত কি-না, এমন প্রশ্নের জবাবে জোলি বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। তবে আমি এই মুহূর্তে আমার দেশকে চিনতে পারছি না।’ তিনি বলেন, ‘যে কোনো কিছু, যে কোনো জায়গায় বা যে কারো কাছ থেকে ব্যক্তিগত অভিব্যক্তি ও স্বাধীনতাকে সীমিত করাকে আমি অবশ্যই খুব বিপজ্জনক মনে করি।’
মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ খ্যাত এই তারকা আরও বলেন, ‘আমরা সবাই এক সঙ্গে একটি কঠিন সময় পার করছি।’
৫০ বছর বয়সী জোলি সান সেবাস্তিয়ানে ফরাসি চলচ্চিত্র নির্মাতা অ্যালিস উইনোকুর পরিচালিত ‘কৌচার’-এর প্রচারণা চালাচ্ছেন। ছবিটি উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন শেলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।
অস্কারজয়ী এই অভিনেত্রী ‘গার্ল, ইন্টারাপ্টেড’ ছবিতে তার ভূমিকার জন্য ১৯৯৯ সালে সম্মানিত হন। এ ছাড়া অরিজিনাল সিন, ওয়ান্টেড, ট্যুরিস্টসহ অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।