ছবিটি একটি খোলা বইয়ের। যার একটি পাতায় শিরোনামে ইংরেজিতে লেখা, রাইট অ্যাবাউট ইউর ট্রমা। এর বাংলা অর্থ, তোমার মানসিক আঘাত সম্পর্কে লেখো।
ছবিতে দেখা যাচ্ছে, এমন শিরোনামের পর বইয়ের পুরো সাদা অংশে কালো রংয়ের কালিতে ইংরেজিতে ১০ লাইনে লেখা কিছু ইঙ্গিতপূর্ণ শব্দ। যার বাংলা অর্থ-
যে মেয়েটি বলে সব কিছুই কোনও না কোনও কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না—সে কী করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ, সে পার করে এসেছে।
অভিনেত্রীর এমন পোস্টের পর মন্তব্যেরে ঘরে নেটিজেনরা প্রতিক্রিয়া জানাতে শুরু করে। একজন লেখেন, প্রেমিক অঙ্কুশ হাজরাকে নিয়েই এমন পোস্ট ঐন্দ্রিলার।
আরেক জন লেখেন, বেআইনি বেটিং অ্যাপে যুক্ত থাকায় আইুন জটিলতায় অঙ্কুশ। সে কারণেই যন্ত্রণা আর বিষাদের কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত,টালিউড শোবিজ দুনিয়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলা এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন। জুটি বেঁধে করেছেন একাধিক ছবিও। আগামী বছরের সরস্বতী পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এ জুটির নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।