বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে এমন অনেক শিশু অভিনেতা থাকে যারা পরবর্তীতে ছাপ রেখে যায় বা ভক্তরা তাদের এখনো মনে রাখে। এমনই এক শিশু অভিনেতা যা অনেক ভক্তেরই হৃদয়ে বাস করছে। আশাকরি ‘জুদাই’ ছবি অনেকেরই মনে আছে।
এটি ১৯৯৭ সালের রাজ কানওয়ার পরিচালিত রোমান্টিক, কমেডিতে ভরা একটি সুপারহিট ছবি। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর, শ্রীদেবী, উর্মিলা মাতোন্ডকর। আপনাদের অনেকেরই মনে পড়বে, ছবির অনিল কাপুর ও শ্রীদেবীর দুটি আদরের সন্তান ছিল। আর এই দুই শিশু অভিনেতার একজন আজকের আলোচনায়। আসুন জানি পুরো খবর!
হ্যাঁ, এই দুই শিশু অভিনেতা বুদ্ধিমত্তার অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করেছিল। এই দুই শিশু অভিনেতা আজ বড় ও হ্যান্ডসাম হয়েছে। তার মধ্যে একজন হলেন মাস্টার ওমকার কাপুর যা আজকের আলোচনায়। জানিয়ে রাখি, ছবিটি ১৯৯৪ সালের তেলেগু চলচ্চিত্র ‘শুভলগ্নামের’ একটি রিমেক ছবি। এই ছবির গল্প ১৯৯৭ সালে বলিউডে তুলে ধরা হয়।
যদি ছবির গল্প নিয়ে কথা বলি, গল্প এমনই ছিল ছবির এক স্ত্রী তার স্বামীকে টাকার জন্য বিক্রি করে নতুন একটি বিয়ে করে। এমন গল্প সেই সময় প্রচুর আলোচনায় ছিল এবং ছবিটি বক্স-অফিসে ব্যাপক হিট করেছিল। যদি ছবির অয় নিয়ে বলি, ১৯৯৭ সালের সর্বোচ্চ আয় কারী চলচ্চিত্রের মধ্যে অষ্টমস্থান দখল করেছিল। এই ছবি সেই সময় ২৮.৭৭ কোটি টাকা আয় করেছিল।
ছবিতে শ্রীদেবীর ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন রোমি। এখন ওমকার অনেক বড় হয়েছে ও হ্যান্ডসাম হয়েছে। তার বয়স এখন ৩৫ বছর। তিনি ‘জুদাই’ ছবির আগেও ১৯৯৬ সালের ‘মাসুম’ ছবিতে শিশু অভিনেতা চরিত্রে অভিনয় করেছেন। সেই সময়ে এই ছবি দারুন হিট হয়েছিল। তারপর তাকে ‘জুদওয়াতে’ সালমান খানের শৈশবের চরিত্রে দেখা গিয়েছিল। এরপর তাকে গোবিন্দার সঙ্গে ‘হিরো নাম্বার ওয়ান’-এ দেখা গিয়েছিল।
ওটিটির সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে ভুল করেও দেখবেন না
ওমকারকে শিশু চরিত্রে অনেক ছবিতেই দেখা গিয়েছে। তারপর ‘পুঞ্চনামা২’ ও ‘ঘুথা কাহিনী কা’-র মতো অনেক ছবিতেই দেখা গিয়েছে। এই অভিনেতার শৈশব ও বর্তমান অনেক বদলে গিয়েছে। এখন তাকে চেনা খুব দুষ্কর। এখন তিনি অনেক সাহসী ও সুদর্শন হয়েছেন। ভক্তরা তাকে বলছে হিরো নাম্বার ওয়ান। তিনি সোশ্যাল মিডিয়া দারুণ সক্রিয় থাকেন, তারই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।