বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি মাধুরী দীক্ষিত-অনিল কাপুর। এই জুটি ‘তেজাব’, ‘বেটা’, ‘খেল’, ‘পারিন্দা’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন । ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোটাল ধামাল’ ছবিতে তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল।
পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, সুযোগ পেলেও তিনি কখনও অনিল কাপুরকে বিয়ে করবেন না। সম্প্রতি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
১৯৮৯ সালে দেওয়া ওই সাক্ষাৎকারে মাধুরীকে প্রশ্ন করা হয়েছিল, সহ অভিনেতা অনিল কাপুরকে কি তিনি বিয়ে করবেন কখনও? মুভি ম্যাগাজিনকে দেওয়া ওই সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, ‘না। অনিলের মতো কাউকে বিয়ে করতে চাই না।
সে প্রচণ্ড সংবেদনশীল, আমি স্বামী হিসেবে শান্তশিষ্ট কাউকে চাই। অনিলের সঙ্গে অনেকগুলি সিনেমায় কাজ করেছি তাই তার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের সম্পর্ক নিয়ে চর্চা চলে, রসিকতাও করি এসব নিয়ে’।
১৯৮৪ সালে ‘অবোধ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এরপর একাধিক নামি দামি তারকার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।