বিনোদন ডেস্ক : ওটিটি ইস্যু ও লাভের অংশ নিয়ে ঝামেলায় জড়িয়েছে ‘অ্যানিমেল’ আর ‘কবীর সিং’ সিনেমা দুটির প্রযোজক সংস্থা। পরিস্থিতি এতই গুরুতর পর্যায়ে পৌঁছেছে যে মামলা আদালত পর্যন্ত গাড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে ‘অ্যানিমেল’। তাই প্রযোজনা সংস্থা ‘টি সিরিজ’ চেয়েছিল সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি দিতে।
কথা ছিল ২৬ জানুয়ারি ওটিটির পর্দায় মুক্তি পাবে ‘অ্যানিমেল’। কিন্তু তার আগেই বিশ্বব্যাপী হাজার কোটি রুপি আয় করা সিনেমাটিকে ওটিটি মুক্তিতে বাঁধা দিয়েছে ‘কবীর সিং’ সিনেমার প্রযোজনা সংস্থা ‘সিনে ওয়ান স্টুডিও’। এরই মধ্যে সংস্থাটি মামলা করেছে ‘টি সিরিজের’ বিরুদ্ধে।
সিনে ওয়ান স্টুডিওর দাবি, তাদের সঙ্গে টি সিরিজের একটি চুক্তি হয়েছিল ‘অ্যানিমেল’ সিনেমাটি নিয়ে। সে চুক্তি অনুযায়ী, লাভের ৩৫ শতাংশ ভাগাভাগি হবে দুই প্রযোজনা সংস্থার মধ্যে।
মামলার মাধ্যমে সিনে ওয়ান স্টুডিও আরও দাবি করেছে, অ্যানিমেল সিনেমার সর্বমোট লাভের হিসাব স্পষ্ট নয়। এ বিষয়ে কোনো লিখিত বিবরণ দেয়া হয়নি তাদের। সেই সঙ্গে লাভ-বন্টন চুক্তি অনুযায়ী, তাদের কোনো অর্থও প্রদান করেনি টি সিরিজ।
এ মামলা সম্পর্কে এখনই বেশি কিছু বলতে রাজি নন সিনে ওয়ান স্টুডিওর মালিক মুরাদ খেতানি। এদিকে দিল্লির আদালত এ মামলার শুনানির দিন ধার্য করেছেন আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)।
ওটিটিতে ‘অ্যানিমেল’ রিলিজ স্থগিত রাখতে চাওয়া প্রসঙ্গে টি সিরিজ কর্তৃপক্ষ বলছে, চুক্তি অনুযায়ী টি-সিরিজ লাভ-বন্টনে প্রতিশ্রুতিবদ্ধ।
টি সিরিজ কর্তৃপক্ষের প্রশ্ন, চুক্তি অনুযায়ী, লাভের বন্টনের হিসাব দুই মাস পরে দেয়ার কথা। অথচ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির মাত্র দেড় মাস পেরিয়েছে। তাহলে সিনে ওয়ান স্টুডিও কেন এত তাড়াহুড়ো করছে?
বক্স অফিস হিট ‘অ্যানিমেল’ আর ‘কবীর সিং’ সিনেমার প্রযোজনা সংস্থা ভিন্ন হলেও এ দুই হিট সিনেমার পরিচালক একজনই- সন্দীপ রেড্ডি বঙ্গা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।