Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home যেসব প্রাণীর দলে নারীই প্রধান
    লাইফস্টাইল

    যেসব প্রাণীর দলে নারীই প্রধান

    Tarek HasanJuly 13, 20244 Mins Read
    Advertisement

    লাইফস্টাইল ডেস্ক : মানুষ যেমন সমাজে পরিবার নিয়ে বাস করে, তেমনটা আছে প্রাণীদের মধ্যেও। আমাদের মতো প্রাণীদেরও রয়েছে সমাজব্যবস্থা। কোনো প্রাণীর পরিবারের প্রধান পুরুষ, আবার কোনোটার নারী। আজ আমরা জানব মাতৃতান্ত্রিক প্রাণীদের কথা।

    লেমুর

    বেশির ভাগ মাতৃতান্ত্রিক প্রাণীই স্তন্যপায়ী। এদের আয়ু সাধারণত বেশি হয় এবং সন্তান জন্ম দেয় কম। তবে সব নারী প্রাণী একভাবে দল পরিচালনা করে না। যেমন নারী হায়েনারা জোট গঠন করে পুরুষ হায়েনাদের কাবু করে রাখে। আবার আফ্রিকান নারী হাতিরা জোর না করে বরং বুদ্ধি দিয়ে পুরুষ হাতিদের সঙ্গে বোঝাপোড়া করে। এবার চলো, মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ৫টি প্রাণী সম্পর্কে জানা যাক।

    ১.আফ্রিকান সাভানা হাতি

    পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণী হলো আফ্রিকান সাভানা হাতি। নিঃসন্দেহে হাতির প্রজাতির মধ্যেও সবচেয়ে বড়। আফ্রিকান এই হাতির রয়েছে বিভিন্ন দল বা পাল। প্রতিটি পালে থাকে শতাধিক হাতি। এর মধ্যে প্রায় ১০টি নারী হাতি তাদের বাচ্চাদের নিয়ে থাকে। সব কটি পালের দায়িত্বেই থাকে একেকটি নারী হাতি। আবার এই সব কটি পালের মানে পুরো আফ্রিকান হাতিদের মধ্যে থাকে একটা প্রধান নারী হাতি। সাধারণত হাতিদের মধ্যে সবচেয়ে বয়স্ক হাতিটি প্রধান হয়ে থাকে।

    হাতিরা কোথায় যাবে, কীভাবে, কোন পথ ধরে যাবে, এসব এই প্রধান হাতিই ঠিক করে। কোনো সংকটে পড়লেও হাতিদের উদ্ধার করার দায়িত্ব পালন করে প্রধান হাতিটি। এটা কিন্তু সহজ কোনো দায়িত্ব নয়। প্রতিদিনের খাবার ও জলপানের ব্যবস্থা করতে করতে সারা দিন চলে যায় তার। একেকটি হাতির প্রতিদিন প্রায় ১৪০ কেজি গাছপালা ও ১৯০ লিটার পানি প্রয়োজন। সম্পূর্ণ দলের জন্য এসবের ব্যবস্থা করা সহজ কথা নয়।

    যদিও প্রধান হাতি সব হাতির জন্য খাবার এনে এক জায়গায় জড়ো করে না। সবাই নিজের নিজের মতো করেই গাছপালা ও পানি খায়। কিন্তু কোথায় শিকারি বসে নেই, তা হিসাব করে খুঁজে বের করতে হয় প্রধান হাতিকেই।

    অনেক সময় নেতৃত্ব দখল করতে প্রধান হাতির সঙ্গে অন্য নারী হাতির তুমুল মারামারি হয়। মাঝেমধ্যে তো প্রধান হাতি মারাও যায়। তখন তৈরি হয় শূন্যস্থান। ফলে আবার দলের সবচেয়ে বয়স্ক নারী হাতিকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

    ২.মৌমাছি

    মৌচাকে যে ছোট ছোট মৌমাছি দেখ, তার সব কটি কিন্তু এক রকম নয়। একটা মৌচাকে সাধারণত তিন ধরনের মৌমাছি দেখা যায়। এর মধ্যে একটা হলো কর্মী মৌমাছি। ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করতে হলে এই কর্মী মৌমাছি যাবে। মৌচাক তৈরি করতে হলেও কর্মী মৌমাছির ডাক পড়বে। এরা নারী মৌমাছি হলেও বন্ধ্যা। বাচ্চা ফোটাতে পারে না। তাই এদের সব সময় খাটতে হয়। আরেকটা হলো পুরুষ মৌমাছি।
    এদের তেমন কোনো কাজ নেই। রানি মৌমাছির সঙ্গে সময় কাটানোই এদের একমাত্র কাজ। রানি মৌমাছি হলো দলের প্রধান। একটা মৌচাকে মাত্র একটা রানি মৌমাছি থাকে। পুরুষ মৌমাছির সঙ্গে সময় কাটানো ও ডিম পাড়া এর কাজ।

    একটি রানি মৌমাছি বছরে প্রায় ২ লাখ ৫০ হাজার ডিম পাড়ে। আর পুরো জীবনে ডিম পাড়তে পারে ১০ লাখের বেশি। একটা রানি মৌমাছি বাঁচে প্রায় পাঁচ বছর। মৃত্যুর আগে আবার একটা রানি মৌমাছিকে সব দায়িত্ব দিয়ে যায় সে। একের বেশি রানি মৌমাছি জন্মালে মেরে ফেলা হয় যেকোনো একটিকে। একটা মৌমাছিকে বেছে নিয়ে সেটাকে ভালো ভালো খাইয়ে বড় করে তোলা হয়। সেটিই পরে নতুন রানি হিসেবে পরিচিত হয়।

    ৩.হায়েনা

    এই প্রাণী অত্যন্ত সামাজিক ও বুদ্ধিমান। এদের মধ্যেও কোনো নারী হায়েনা দলের দেখাশোনা করে। প্রতিটি দলে ৬ থেকে ৯০টি হায়েনা থাকে। পুরুষ ও নারী হায়েনাদের মধ্যে আকারে তেমন পার্থক্য না থাকলেও নারী হায়েনা অনেক বেশি আক্রমণাত্মক হয়। এদের শক্তিও থাকে পুরুষ হায়েনার চেয়ে কিছুটা বেশি।

    হায়েনা কিন্তু অনেক বুদ্ধিমান। দেখতে অনেকটা কুকুরের মতো। কিন্তু এই আকার নিয়েও এরা বাঘ বা সিংহের খাবার চুরি করে। বনের রাজার খাবার চুরি করা তো আর সহজ কথা নয়। অনেক সময় হায়েনাদের দলে সদস্য বেশি থাকলে এরা ডাকাতি করে। মানে বাঘ বা সিংহ কোনো পশু শিকার করলে, এরা গিয়ে হামলা করে শিকার কেড়ে নেয়।

    ৪.ঘাতক তিমি

    অর্কা বা ঘাতক তিমি শুশুক পরিবারের সবচেয়ে বড় প্রাণী। সাদাকালো এই ঘাতক তিমি দেখতে সম্ভবত সবচেয়ে সুন্দর। উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত সবখানে এদের দেখা পাওয়া যায়। সমুদ্রের শিকারিদের মধ্যে এরা অন্যতম। এদের দলে একসঙ্গে ২০টির বেশি অর্কা থাকতে পারে। এদের প্রধান নারী সদস্য আক্রমণের সময় নেতৃত্বে থাকে।

    একটা প্রাপ্তবয়স্ক ঘাতক তিমি ২৩ থেকে ৩২ ফুট লম্বা হতে পারে। ওজন হয় প্রায় ৬ টন। এরা ৫০ থেকে ৮০ বছর বেঁচে থাকে। বেশির ভাগ অর্কা ছোট মাছ খায়। তবে কিছু কিছু অর্কা আবার সিলমাছ ও শুশুকের ছোট প্রজাতিও খায়। এরা নিজেদের পছন্দমতো সমুদ্রে শিকার করে বেড়ায়। কারণ, এদের শিকার করার মতো কোনো প্রাণী সমুদ্রে নেই।

    ৫.লেমুর

    এই প্রাণী দেখতে অনেকটা ভূতের মতো! রাতের আঁধারে এদের মুখে আলো ফেললে তোমার তা-ই মনে হবে। লাতিন ‘লেমুর’ শব্দের অর্থ ‘ভূতের মতো’। এদের দেখতে পাওয়া যায় আফ্রিকায়। সম্ভবত সাড়ে ছয় কোটি বছর আগে আফ্রিকার মাদাগাস্কারে এরা ছিল।

    অবশেষে মহাকাশে ‘আরিয়ান ৬’

    লেমুর সামাজিক প্রাণী ও দলগতভাবে বাস করে। প্রধাণত নারী লেমুরই দলের সর্বেসর্বা। এরা ঘ্রাণ ও বিভিন্ন সাংকেতিক শব্দের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। একটা দলে প্রায় ২৫টি লেমুর একসঙ্গে থাকে। অনেক সময় খাবার নিয়ে পুরুষ ও নারী লেমুরের মধ্যে আক্রমণাত্মক মনোভাব দেখা যায়। কিন্তু নারীদের সঙ্গে পুরুষ লেমুর পেরে ওঠে না। ফলে নারী লেমুরের কথাই মেনে নেয়।

    সূত্র: লাইভ সায়েন্স, অ্যানিমেল ডট প্ল্যানেটস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    দলে নারীই নারীই প্রধান প্রধান প্রাণীর যেসব লাইফস্টাইল
    Related Posts
    শরীরের ৭টি জায়গায়

    শরীরের ৭টি জায়গায় ভুলেও ছোঁবেন না

    August 8, 2025
    পাসপোর্ট

    দেশে কোন রঙের পাসপোর্ট কাদের জন্য

    August 7, 2025
    বুড়ো-জামাই-

    অল্প বয়সী মেয়েরা কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে

    August 7, 2025
    সর্বশেষ খবর
    ওয়েব সিরিজ

    নেট দুনিয়ায় ঝড় তুললো ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না!

    Land

    সম্পত্তি বেদখল হলে বা দখল করার চেষ্টা করলে যা করবেন

    সাংবাদিক তুহিন হত্যা

    সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ৪-৫ আসামি শনাক্ত: জিএমপি

    জুমার দিনের ফজিলত

    জুমার দিনের ফজিলত বর্ণিত হয়েছে যে ৪ হাদিসে

    Rain

    সন্ধ্যায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সাত জেলায় সতর্কতা জারি

    শরীরের ৭টি জায়গায়

    শরীরের ৭টি জায়গায় ভুলেও ছোঁবেন না

    ২০২৫ ব্যালন ডি’অর

    ২০২৫ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন যারা

    Dress

    পোশাকের সাইজ XL বা XXL এর মধ্যে ‘X’—র অর্থ কী? ৯০% মানুষের অজানা

    Rowson

    ব্রিটিশ মন্ত্রিসভা ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

    Smartphone

    স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭টি উপায়

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.