জুমবাংলা ডেস্ক: রাউজান উপজেলায় এমন এক প্রাণী ধরা পড়েছে যাকে বিরল বলে মনে করা হচ্ছে। উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ৪ নম্ব ওয়ার্ডে প্রাণীটার দেখা মেলে। এলাকাবাসী জানান, ঈদের দিন রাতে এলাকার আমতলী টিলার রাস্তা দিয়ে যাওয়ার পথে শাহাব উদ্দীন ধানের ক্ষেতে এটাকে দেখেন। ধরার চেষ্টা করলে প্রাণীটি তার আঙুলের কামড়ে নেয়। দৈনিক কালের কন্ঠের প্রতিবেদক জাহেদুল আলম-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
এরপর তিনি কিছুটা ভয় পেলেও অনেক চেষ্টার পর প্রাণীটিকে ধরে বাড়িতে নিয়ে যান।
শাহাব উদ্দীন জানান, এমন প্রাণী এর আগে এ গ্রামে কেউ দেখেনি। আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে ‘বিরল’ প্রাণীটি দেখতে অনেক মানুষ ভিড় জমায়। এলাকার সমাজসেবক হলদিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মু্হাম্মদ আলী ও এম. দিদারুল উপজেলায় প্রাণী সংরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করতে চাইলে ঈদের ছুটির কারণে ব্যর্থ হন।
পৌর মেয়র জমির উদ্দীন পারভেজের মাধ্যমে এটিকে চিকিৎসাসেবা দিয়ে নিরাপদে রাখা হয়েছে।
প্রাণীটি দেখতে আসা কয়েকজন বয়োবৃদ্ধকে জিজ্ঞাসা করা হলে তারাও জানান, আমরা এই বয়সে স্বচক্ষে এমন প্রাণী কখনো দেখিনি।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রাণীটিকে রাউজানের অন্যতম দৃষ্টিনন্দন মিনি চিড়িয়াখানা গিরি ছায়াতে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।