‘এমএমএস তো দেখে ফেলেছি’, দীপাবলির সাজেও কটাক্ষের শিকার অঞ্জলি

বিনোদন ডেস্ক : পান থেকে চুন খসলে তাঁকে নিয়ে গুজব রটে। এ বার অবশ্য ঢাকা পোশাক পরে, সেজেগুজেই কটু কথা শুনলেন অঞ্জলি অরোরা। এমএমএস কাণ্ডের জের এখনও চলছে? বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। ফোটোশুটের ছবি হোক বা নিজস্বী— নেটমাধ্যমে কোনও কিছু পোস্ট করলেই শিরোনামে চলে আসেন অঞ্জলি অরোরা। দীপাবলির মরসুমেও ফের চর্চায় তিনি। তবে না, … Continue reading ‘এমএমএস তো দেখে ফেলেছি’, দীপাবলির সাজেও কটাক্ষের শিকার অঞ্জলি