বিনোদন ডেস্ক : একজন ফ্যাশান সেন্সের জন্য নিত্যদিনই খবরের শিরোনামে থাকেন। আর আরেকজন কাঁদা বাদাম গানের তালে কোমর দুলিয়ে পরিচিতি পেয়েছেন। প্রথমজন হলেন উর্ফি জাভেদ, আর দ্বিতীয়জন অঞ্জলি অরোরা।
কিছুদিন আগে MMS-কাণ্ডে নাম জড়িয়েছিল অঞ্জলি অরোরার। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অঞ্জলির ব্য়ক্তিগত মুহূর্তের ভিডিও। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতেই কেঁদে ফেলেছিলেন অঞ্জলি।
একজন ফ্যাশান সেন্সের জন্য নিত্যদিনই খবরের শিরোনামে থাকেন। আর আরেকজন কাঁদাবাদাম গানের তালে কোমর দুলিয়ে পরিচিতি পেয়েছেন। প্রথমজন হলেন উর্ফি জাভেদ, আর দ্বিতীয়জন অঞ্জলি অরোরা। কিছুদিন আগে MMS-কাণ্ডে নাম জড়িয়েছিল অঞ্জলি অরোরার। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অঞ্জলির ব্য়ক্তিগত মুহূর্তের ভিডিও। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতেই কেঁদে ফেলেছিলেন অঞ্জলি।
এবার MMS-কাণ্ড নিয়ে মুখ খুলে অঞ্জলি বলেছিলেন, ‘আমি জানি না, লোকজন এসব কী করছে! আমাকে তো লোকজনই পরিচিতি দিয়েছেন। তাহলে তাঁরাই কেন আমার সম্পর্কে এভাবে কুৎসা রটাচ্ছেন!
‘ অঞ্জলির কথায়, ‘আমারও তো পরিবার আছে, ছোট ভাই আছে। তাঁরাও তো আমার ভিডিও দেখেন, আমি যখন এগুলি দেখি, আমার প্রশ্ন জাগে, আমি যখন আদপে এমন কিছু করিনি, তাহলে কেন এধরনের বিকৃত, ভুয়ো ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে? কেউ বা কারা আমার বদনাম করার চেষ্টা করছেন।’ সম্প্রতি এই ঘটনায় অঞ্জলির সমর্থনে এগিয়ে এসেছেন ফ্যাশনিস্তা উর্ফি জাভেদ। একটি রেডিও চ্যানেলে এবিষয়ে মুখ খোলেন উর্ফি।
উর্ফি বলেন, ‘ যদি ধরেও নিলাম ভিডিওটা ওর, তাহলেও তো ও চায়নি যে সেটা প্রকাশ্যে আসুক। তাই এক্ষেত্রেও ও অপরাধের শিকার। আপনারা কি সেটা বুঝতে পারছেন না? যদি অঞ্জলি এমনটা করেও থাকেন, আর সেসময় ভিডিও রেকর্ড করা হয়। তারপরেও অঞ্জলি কিংবা যেকোনও মেয়েই চাইবে না বাইরের লোকজন এটা দেখুক।
আর সেই ভিডিও যদি ছড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে ও অন্যায়ের শিকার। আজ ওই ভিডিওটা প্রকাশ্যে এসেছে বলে অঞ্জলিকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া ভীষণই কঠিন। আমি বেশ বুঝতে পারছি, এর জন্য সোশ্য়াল মিডিয়ায় কীধরেন আক্রমণের মুখে পড়তে হয়েছে অ়ঞ্জলিকে। এক্ষত্রে বাস্তবেই সকলের সামনে নিজেকে ন..গ্ন মনে হতে থাকে।’
উর্ফির কথায়, এদেশে এভাবে বহু মেয়েকেই এধরনের ঘটনার শিকার হতে হয়। ধর্ষণের পরও লোকজন ধর্ষিতার দিকেই আঙুল তোলের। মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়। সবশেষে অঞ্জলি অরোরাকে উর্ফির পরামর্শ, ‘শুধু একটা কথাই বলব, শান্ত থাকো, আগামী দু’বছরে মানুষ ভুলে যাবে কী ঘটেছিল। এদিকে MMS-কাণ্ডে অঞ্জলির পাশে দাঁড়ানোর উর্ফির প্রশংসায় পঞ্জমুখ নেটনাগরিকরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।