বিনোদন ডেস্ক : বাংলা সিনেমা থেকে সিরিয়াল, তিনি সবসময়ই দর্শকদের পছন্দ। অভিনেত্রী অঞ্জনা বসু। যেকোন সিরিয়াস চরিত্র হলেই পরিচালকের প্রথম পছন্দ তিনি। বাংলা ছবিতে দেবের মায়ের চরিত্র হোক বা জিতের পিসির মতো বেশ গম্ভীর চরিত্রে দর্শকদের মন জিতেছেন। এবার তিনি বড় পর্দায় ফিরছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতে। ছবির নাম শ্রীমান ভার্সেস শ্রীমতী। পরিচালক পথিকৃৎ। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে। এই চরিত্রের জন্যই প্রায় কয়েক কেজি ওজনের ওজন বাড়িয়েছিলেন অঞ্জনা। এই ছবির প্রচারে টিভি নাইন বাংলার সাংবাদিককে জানালেন, চরিত্রে জন্য আর কী কী প্রস্তুতি নিয়েছেন তিনি।
আপাতত ধারাবাহিকের কাজ বন্ধ গুছিয়ে নিচ্ছেন ব্যক্তিগত কাজ, কারন তাঁর মতে মেগা চললে ঘরের বহু কাজ জমা হতে থাকে। আপাতত বৈশ কয়েকটি ছবি ও সিরিজের কাজ নিয়ে ব্যস্ত তিনি। বহু বছর হয়ে গেল এই বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, সত্যি এই ইন্ডাস্ট্রিতে ভালো বন্ধু হয়, এর উত্তরে তিনি বললেন, ‘কাজ আর সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে বন্ধুদের সঙ্গে দুবেলা আড্ডা দেওয়া হয় না তবেবেশকিছু মানুষ আছে যারা আমার এখনও ভালো বন্ধু। মন খুলে কথা বলতে পারি যাদের সঙ্গে , অবশ্যই নাম নিতে পারি যেমন ভাস্বর, দেবদূত, বাদশা রয়েছেন।
কথা প্রসঙ্গেই উঠে আসে আজকাল তারকাদের প্রেম থেকে হৃদয় ভাঙা,সবই চলে আসে স্যোশাল মিডিয়ার পাতায়, এই বিষয়ে তিনি বলেন,স্যোশাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে যাওয়ার পক্ষে তিনি নন।
ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে কোন দিন প্রেমে পড়েছেন ? নিজের সম্পর্কে কোন রিউমার শুনে নিজেই হেসেছেন?
প্রশ্ন শেষের আগেই তিনি বলেন,’ প্রেম করার সময় ছিল না,কাজআর বাড়ি ফিরে সংসার ও ছেলে নিয়েই কেটেছে সময়। তবে রিউমার এমন সব শুনেছি , যেসব অন রেকর্ড বলা বেশ মুশকিল। এমন একজন মানুষকে জড়িয়ে রিউমার, যার সঙ্গে কোনদিন সেভাবে কথাই হয়নি। অথচ তার সঙ্গে আমাকে নিয়ে নানা গল্প ছড়িয়েছে। নিজেই অবাক হয়ে শুনেছি, হেসে গড়িয়ে গেছি। তবে সেগুলো সবই রিউমার কোন সত্যতা নেই।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।