ভাবনাকে ইঙ্গিত করে অঞ্জনার পোস্ট

নায়িকা অঞ্জনা ভাবনা

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সরব একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা। সেখানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন তিনি। তবে প্রায়ই ক্ষোভ ঝাড়েন অঞ্জনা। এবারও তেমনটি করলেন। সদ্য শেষ হওয়া কান উৎসবে বাংলাদেশি অভিনেত্রীদের দেখে ক্ষুব্ধ হয়েছেন তিনি।

নায়িকা অঞ্জনা ভাবনা

অঞ্জনা নিজের ফেসবুকে লিখেছেন, ‘কান চলচ্চিত্র উৎসবে নিজেকে অত্যাধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে,এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন, যেটা কখনও একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী যার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পসত্বা বিদ্যমান তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না।

এরপর তিনি লেখেন, খোলামেলা পোশাক কখনও বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ না থাকে সে আবার কিসের শিল্পী।

ফেঁসে যাচ্ছেন ঋতুপর্ণা, অভিনেত্রীকে ইডির তলব

এদিকে অঞ্জনার এমন পোস্ট দেখে অনেকের ধারণা তিনি ভাবনাকে খোঁচা দিলেন। কেননা এবার দেশের অভিনেত্রীদের মধ্যে শুধু ভাবনাকেই দেখা গেছে কানে। আধুনিক ও স্বল্প পোশাকে কানে দ্যুতি ছড়িয়েছেন তিনি। কিন্তু নিজের লেখায় কারও নাম উল্লেখ করেননি অঞ্জনা।