বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে এই প্রেমিকযুগলের। তবে ঐন্দ্রিলার সঙ্গে আদৌ বিয়ে হবে কি না, সেটা জানেন না অঙ্কুশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা। এদিকে কবে তারা সাতপাকে বাঁধা পড়বেন, সে নিয়ে আগ্রহের কমতি নেই টালিপাড়া থেকে শুরু করে অঙ্কুশ-ঐন্দ্রিলার ভক্তদের মধ্যে। তবে সম্প্রতি শ্রাবন্তী তাকে বিয়ে করলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই অভনেতা।
ওই পোস্টের পর থেকেই প্রসেনজিৎ, আবির চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকারা ফোন করে অঙ্কুশের কাছে জানতে চাইছেন, কেন তাদের বিয়ে হচ্ছে না? এসব রেখে দ্রুত বিয়ের তারিখ ঘোষণা করে যেন বিয়ের পিঁড়িতে বসেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সম্প্রতি তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন ঐন্দ্রিলাকে। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, তোদের একসঙ্গে কত বছর হলো বল তো? তোদের সম্ভবত সম্পর্কের ১২ বছরের বেশি হয়ে গেছে।
শ্রাবন্তীর ওই প্রশ্ন শুনে দৌড়ে অঙ্কুশের কাছে যান ঐন্দ্রিলা। ভিডিও দেখে অঙ্কুশ জানান, ধুর! সবাই একই প্রশ্ন করছে। একদমই ভালো লাগে না। কী করে বলি? লজ্জায় কাউকে কিছু বলতেও পারছি না।
হতাশার চরম পর্যায়ে পৌঁছে অঙ্কুশ বলেন, শ্রাবন্তীর যদি আমার ব্যাচেলর থাকায় এতোই সমস্যা হয়ে থাকে, তাহলে ও (শ্রাবন্তী) আমাকে বিয়ে করে নিক। এতে আমার কোনো আপত্তি নেই। অঙ্কুশের এমন কথায় রীতিমতো রেগে যান ঐন্দ্রিলা। তার রক্তচক্ষু উপেক্ষা করে যেন পালানোর পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন অঙ্কুশ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।