বিনোদন ডেস্ক : পুরনো ও নতুন, ঐন্দ্রিলার ২টি ছবি একসঙ্গে পোস্ট করেছেন অঙ্কুশ। লিখেছেন, ‘ইস.. আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল। সম্প্রতি বেশ কিছুটা ওজন ঝরিয়েছেন এই নায়িকা। কেবল চরিত্রের প্রয়োজনের নয়, নিজেকে নতুন রুপে দেখতে চেয়েছিলেন নায়িকা। আর সোশ্যাল মিডিয়ায় নায়িকার নতুন ছবি দেখে বেশ অবাক হয়েছিল অনেকেই। অবাক হয়েছিলেন তাঁর প্রেমিকও। নায়িকার পুরনো ও সম্প্রতি ছবি হামেশাই নিজের প্রোফাইল থেকে শেয়ার করে নেন নায়ক।
এই নায়ক অঙ্কুশ হাজরা আর নায়িকা ঐন্দ্রিলা সেন। কড়া ডায়েট আর শরীরচর্চা করে ওজন ঝরিয়েছেন ঐন্দ্রিলা। তাঁর নতুন লুক দেখে আদবে বেশ গর্বই হয় প্রেমিক অঙ্কুশের। সোশ্যাল মিডিয়াতেই সেই কথা স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু সদ্য অঙ্কুশ যে ছবি পোস্ট করেছেন, মিষ্টি সেই পোস্টে যেন কপট অভিমান।
পুরনো ও নতুন, ঐন্দ্রিলার ২টি ছবি একসঙ্গে পোস্ট করেছেন অঙ্কুশ। লিখেছেন, ‘ইস.. আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল..খুব চেষ্টা করছি ওকে বেশি করে চকোলেট, ফাস্ট ফুড আর মিষ্টির মতো খাবার খাওয়াতে। আমি আমার পুরনো ঐন্দ্রিলাকে ফেরত চাই।’ ছবিতে দেখা যাচ্ছে, পুরনো ছবিতে শাড়ি পরে রয়েছেন ঐন্দ্রিলা। এই ছবি সম্ভবত তাঁর অভিনীত কোনও ধারাবাহিকের। অন্যদিকের ছবিতে কালো শার্ট আর জিন্স পরেছেন ঐন্দ্রিলা। চোখে চশমা, মাথার চুল পনি করে বাঁধা।
অঙ্কুশের এই মজার পোস্টে পূজা বন্দ্যোপাধ্যায় কমেন্ট করেছেন, ‘আমারও পুরনো ঐন্দ্রিলাকে ফেরত চাই।’ প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন ঐন্দ্রিলা সেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘লভ ম্যারেজ’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অঙ্কুশও। এছাড়াও এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য প্রমুখ অভিনেতাদের। সম্প্রতি জি ফাইভ বাংলার নতুন ওয়েবসিরিজ শ্বেতকালী-তে অভিনয় করা নিয়ে বিশেষ পোস্ট করেন ঐন্দ্রিলা।
সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, ‘শ্বেতকালী থেকে আমি উর্ভি। এই প্রথম জি ফাইভ বাংলায় একেবারে নতুন একটা রূপে আমি আসছি। আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ চাই।’ নিজের নতুন রূপ নিয়ে রহস্য বজায় রেখেছেন ঐন্দ্রিলা। ক্ল্যাপস্টিকে চোখ ঢেকেছেন, কেবল কথা বলছে তাঁর চোখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।