বিদেশ থেকে ফিরেই মায়ের কাছে যা খেতে চাইলেন অঙ্কুশ

অঙ্কুশ

বিনোদন ডেস্ক : দু’মাস লন্ডনে কাটানোর পর মঙ্গলবার দেশে ফিরেছেন পশ্চিমবঙ্গের টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। এসকে মুভিজের প্রযোজনায় সেখানে তিনটি ছবির শুটিং সেরেছেন তিনি। ওগো বিদেশিনী, স্যান্টা, চন্দ্রবিন্দু- এগুলোর মধ্যে শেষ দু’টিতে প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে দেখা যাবে তাকে।
অঙ্কুশ
অতীতেও একাধিকবার বিদেশে গিয়ে থেকেছেন, কাজ করেছেন। তবে এই প্রথম এতটা দীর্ঘ সময় বাড়ি থেকে দূরে ছিলেন তিনি। অভিজ্ঞতা কেমন?

তা নিয়ে গণমাধ্যমকে অভিনেতা বললেন, “বিদেশে গিয়ে ৩০-৪৫টি কাজ আগেও করেছি। তবে এতদিন থাকা হয়নি। এক টানা তিনটি ছবির কাজ করলাম। দু’টি ছবির মাঝে দু’দিনের বিরতি পেয়েছি। তখন নতুন চরিত্রের জন্য নিজেকে তৈরি করেছি। নানা ধরনের প্রস্তুতি নিয়েছি।”
লাইট-ক্যামেরা-অ্যাকশনের হাঁকডাকের মাঝেও প্রেমিকাকে নিয়ে বিদেশের এখানে-সেখানে ঘুরে বেড়িয়েছেন অঙ্কুশ। লেন্সবন্দি সেই মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। এসবই তো হল। অভিনেতার কথায়, “আমরা কাজ করেছি। সময় পেলে আনন্দও করেছি। ওখানে দু’টি ভারতীয় পরিবারের সঙ্গে দেখা হয়েছিল। তারা আমাদের বাড়ির খাবার মিস করতে দেননি। নানা পদ রান্না করে খাইয়েছেন।”

তবে দীর্ঘ দিন পর বাড়ি ফিরেই মায়ের হাতের চিকেন আর ফ্রুট কাস্টার্ড খাওয়ার আবদার করেন অভিনেতা। খানিক হেসে তিনি বলেন, “মায়ের হাতের এই দুটি পদ আমার দারুণ লাগে। বাড়ি ফিরে তাই এগুলোই খেয়েছি।”

অঙ্কুশ জানিয়েছেন, এবার লন্ডনে এসকে মুভিজের একসঙ্গে আটটি ছবির শুটিং হয়েছে।

তিনি বলেন, “একটা প্রযোজনা সংস্থা যে বাংলা ছবির জন্য এতটা ব্যয় করছে, সেটা দেখে ভাল লাগছে। বিদেশে এতগুলো ছবির শুটিং করা তো মুখের কথা নয়। বোঝা যাচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি এগোচ্ছে। আমি খুশি।”

শাবনূর-পপিকে এখনো পর্দায় দেখতে চান ভক্ত-দর্শক