বিনোদন ডেস্ক : একই আবাসনে থাকেন তাঁরা। বাইপাসের ধারে ওই সুসজ্জিত আবাসনে তাঁদের দূরত্ব কয়েক তলার। দু’জনেই বাড়িতেই পোষ্যের মেলা। দু’জনেই খুব ভাল বন্ধু। কথা হচ্ছে মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার। তাঁদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। সেই খুনসুটিই এবার সামনে! অভিনেত্রীকে নিয়ে বেফাঁস অঙ্কুশ। তবে দুষ্টুমির শুরু অবশ্য মিমির হাত ধরেই।
ব্যাপারটা তবে খোলসা করে বলা যাক। সামাজিক মাধ্যমে নিজের সিক্স অ্যাবস সম্বলিত পেশীবহুল এক ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আমার হৃদয়, আত্মা ও শরীরকে বড় কিছুর জন্য তৈরি করছি।” হ্যাশট্যাগে লেখেন, ‘সিকুয়াল’। সেই ছবির কমেন্ট বক্সে গিয়েই মিমি লিখে আসেন, ‘কোন অ্যাপ?’ অর্থাৎ, কোন অ্যাপ ব্যবহার করে এমন ছবি দিয়েছেন অঙ্কুশ?
অঙ্কুশও ছাড়বার পাত্র নন। উত্তরে তিনি লেখেন, “গুগলে লিখলাম, ‘মিমি চক্রবর্তী কী করে সব ছবিতেই এত সুন্দর?’ উত্তরে লাখ খানেক বিউটি অ্যাপ বেরিয়ে এল।” অঙ্কুশের মতে, মিমি আদপে এতটাও সুন্দরী নন, সবই অ্যাপের খেল! দুই বন্ধুর এই মজার কথোপকথনে হাসির রোল নেটিজেনদের মধ্যেও। অঙ্কুশকে একবাক্য সকলে বলছেন, ‘দাদা, একেই বলে ইটের বদলে পাটকেল”।
প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’-এর পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন অঙ্কুশ। লিখেছিলেন, ‘শুভ দীপাবলি’। এই অঙ্কুশই এ দিন বাংলাদেশ যাওয়ার আর্জি নিয়ে করেছিলেন আরও এক পোস্ট। তাতে যদিও খুব একটা খুশি হননি তাঁর ভক্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।