অন্নপূর্ণা হয়ে আসছেন মৌসুমী

মৌসুমী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী। বর্তমানে সিনেমার পর্দায় খুব একটা দেখা যায় না তাকে। তবে তার অভিনীত বেশ ক’টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’ এখন মুক্তির দোরগোড়ায়। এই সিনেমার প্রধান নারী চরিত্র ‘অন্নপূর্ণা’র ভূমিকায় দেখা যাবে মৌসুমীকে।

মৌসুমী

কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি এখন সেন্সর বোর্ডের টেবিলে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা আশুতোষ সুজন।

তিনি বলেন, ‘গত সেপ্টেম্বরে “দেশান্তর” মুক্তি দিতে চেয়েছিলাম আমরা। কিন্তু নানা কারণে এর কাজ শেষ করতে পারিনি। আশা করছি, এ সপ্তাহে মুক্তির অনুমতি পেয়ে যাবে। আর এরপরই সিনেমা মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করব।ইচ্ছে আছে আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার।’

পৃথিবীতে ডিসেম্বরেই নামবে এলিয়েনরা, ভবিষ্যদ্বাণী অ্যালারিকের

‘দেশান্তর’ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আহমেদ রুবেল। আরও আছেন- ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক প্রমুখ।