ঘোষণা হল প্রথম IP69 ওয়াটারপ্রুফ ফোনের লঞ্চ ডেট, এই দিন আসতে চলেছে OPPO F27 Pro+ 5G

OPPO F27 Pro+ 5G

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ওপ্পো মিড বাজেট রেঞ্জে আবারও তাদের ‘এফ’ সিরিজের নেক্সট জেনারেশন স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে নতুন ‘F27 সিরিজ’ লঞ্চের ঘোষণা করা হয়েছে। আগামী 13 জুন এই সিরিজের অধীনে OPPO F27 Pro+ 5G স্মার্টফোন পেশ করা হবে। এই আপকামিং ফোনটি IP69 রেটিং সহ ভারতে প্রথম স্মার্টফোন হতে চলেছে। তাই এই আপকামিং ফোনটিকে Monsoon-Ready Smartphone নাম দেওয়া হয়েছে।

OPPO F27 Pro+ 5G

ভারতে OPPO F27 Pro+ 5G এর লঞ্চ ডেট
আগামী 13 জুন OPPO F27 Pro সিরিজ বাজারে লঞ্চ করা হবে। প্রথমে এই সিরিজের অধীনে OPPO F27 Pro+ স্মার্টফোন ভারতে পেশ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ফোনটির লাইভ দেখান হবে। জানিয়ে রাখি এই আপকামিং ওপ্পো ফোনটি Midnight Navy এবং Dusk Pink কালার অপশনে সেল করা হবে।

পাওয়া যাবে দুর্দান্ত ওয়াটারপ্রুফিং এবং শক্ত বডি
ভারতের প্রথম OPPO F27 Pro+ স্মার্টফোন যা IP69, IP68 এবং IP66 রেটিং সহ লঞ্চ করা হবে। এই আপকামিং ফোনটি 1.5 মিটার গভীর জলে 30 মিনিট পর্যন্ত ডুবে থাকলেও পরবর্তীতে ঠিকভাবে কাজ করার ক্ষমতা রাখে। দুর্দান্ত ওয়াটারপ্রুফিং এবং ডাস্টপ্রুফিঙের পাশাপাশি হঠাৎ এই ফোনটি পড়ে যাওয়ার পর সুরক্ষার জন্য MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ লঞ্চ করা হবে। OPPO F27 Pro+ স্মার্টফোনে ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হবে।

আতঙ্কের নতুন নাম রাসেলস ভাইপার, দ্রুত বাড়ছে বিস্তৃতি

OPPO F27 Pro+ 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO F27 Pro+ 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনে 3D Curved AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে এই ফোনের প্রসেসর সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লিক অনুযায়ী এই আপকামিং ফোনে MediaTek Dimensity 7050 অক্টা-কোর প্রসেসর সহ 2.6GHz ক্লক স্পীডে কাজ করবে।
ক্যামেরা: লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য এই OPPO F27 Pro+ 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে 64MP ক্যামেরা সেন্সর সহ 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
ব্যাটারি: প্রকাশ্যে আসা লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য এই আপকামিং ফোনে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।