জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা ও বিভ্রান্তির পরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের সেক্রেটারিয়েট কমিটি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করে সংগঠনটি।
২০২৫ সেশনের সেক্রেটারিয়েট কমিটিতে শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে মো. রাকিবুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম, দাওয়াহ সম্পাদক পদে মশিউর রহমান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মো. রাকিবুল হাসান, ছাত্রকল্যাণ সম্পাদক পদে মো. তৌহিদ হোসেন, বিজ্ঞান সম্পাদক পদে মো. তৌফিক হুসাইন, আন্তর্জাতিক সম্পাদক পদে মাহদী হাসান জিহাদ, গবেষণা সম্পাদক পদে আরিফুল ইসলাম, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক পদে মো. সাফায়েত মীর, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক পদে মো. রাকিব হোসেন, সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক পদে মো. মাহাদী হাসান, মানবাধিকার সম্পাদক পদে মো. রায়হান উদ্দীন, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আলী আহম্মদের নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ৩ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের কমিটিতে সভাপতি হিসেবে মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মুস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। আংশিক কমিটি গঠনের ২১ দিন পর ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শাখা শিবিরের নতুন সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আমরা ২০২৫ সেশনের সেক্রেটারিয়েট সেটআপ সম্পন্ন করতে পেরেছি। আমি মনে করি, নতুন দায়িত্বশীলরা সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসকে শিক্ষা, গবেষণা ও নৈতিকতার আধার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারবে। এ কাজে ক্যাম্পাসের সকল অংশীজনের সাহায্য ও সহযোগিতা কামনা করি।
কমিটির বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, প্রতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরে নতুন কমিটি দেয় ছাত্রশিবির। কমিটির সভাপতি শিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন এবং সেক্রেটারি সদস্যদের পরামর্শের ভিত্তিতে মনোনীত হয়। পরে এতে কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারি অনুমোদন দেন। তারা বাদে বাকি নেতৃত্ব সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা, দায়িত্বশীলতা, আনুগত্য ইত্যাদি বিষয়গুলো বিচার-বিশ্লেষণের মাধ্যমে শাখা সভাপতি ও সম্পাদক অনুমোদন করেন।
উল্লেখ্য, এর আগে বুধবার (২২ জানুয়ারি) ‘Aks Shibir, Know Shibir’ শীর্ষক সেমিনারে দু’দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার ঘোষণা দেন শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।