বিনোদন ডেস্ক : বলিউডে যে বিভিন্ন দেশের গানের সুর নকল করা হয় সে দাবি করেছিলেন কিংবদন্তি পাকিস্তানি গায়ক নুসরত ফতেহ আলি খান। ‘নকলবাজ সুরকার’ হিসেবে আন্নু মালিক ও বিজু শাহরা নাম মুখে নিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে ‘শহেনশাহ-এ-কাওয়ালি’ গায়ক বলেছিলেন, তার গান থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডে বেশ কিছু গান তৈরি করা হয়েছে। সেসব গান বেশ জনপ্রিয়তাও পেয়েছে।
আর সেসব গানের সুরকারদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি সেই সময়।
বলিউড ডিরেক্ট নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছেন নুসরত খানের সেই পুরনো সাক্ষাৎকার। যা ফের ভাইরাল হয়েছে।
সেই সাক্ষাৎকারে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে নুসরাত ফতেহ আলি খান জানান, বলিউডের দুই সুরকার আন্নু মালিক ও বিজু শাহরা তার গানের নকল ‘খুব সুন্দরভাবে করেছেন’। সে হিসেবে এ দুই হাতে ‘দ্য বেস্ট কপি অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া যেতে পারে। ওই ভিডিও ভাইরালের পর প্রয়াত পাকিস্তানি গায়কের স্তুতি গেয়েছেন অনেকে।
ভিডিওর মন্তব্যের ঘরে এক ভারতীয় লিখেছেন, ‘ভালো মনের মানুষ না হলে কপিবাজদের মধ্যেও ভালো খুঁজে বের করা সম্ভব হয় না’। আরেকজন লিখেছেন, ‘গানের দুনিয়ায় রত্ন ছেড়ে গিয়েছেন তিনি, যা সারাজীবন আমরা উপভোগ করতে পারব।’
মাত্র ৪৮ বছর বয়সে মারা যান নুসরাত ফতেহ আলি। ১৯৯৭ সালের ১৬ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার ভাইয়ের ছেলে রাহাত ফতেহ আলি খান এখন ভারতে বেশ জনপ্রিয়। বলিউডে বেশ কিছু হিন্দি গানে প্ল্যাব্যাক করেছেন রাহাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।