আন্তর্জাতিক ডেস্ক : এবার আরেকটি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নিয়ম না মানার জন্য একাধিক ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে আরবিআই। এরই পরিপ্রেক্ষিতে সমবায় এই ব্যাংকের লাইসেন্স বাতিল করে আরবিআই।
আরবিআই এই কো-অপারেটিভ ব্যাংক কে শুধুমাত্র নন-ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে কাজ করার নির্দেশ দিয়েছে। গত ২৭ জুন থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।
আরবিআই বলছে, মহালক্ষ্মী কো-অপারেটিভ লিমিটেড, ধারওয়াদ, কর্ণাটককে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(বি) এর অধীনে অবিলম্বে কার্যকর-সহ নগদ আমানত গ্রহণ করা ছাড়া বাকি ব্যাংকিং কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গ্রাহকদের জমানো টাকার কোনো সমস্যা হবে না।
এর আগে গত এপ্রিলে আরবিআই আদুর কো-অপারেটিভের আরবান ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করেছিল। এটিকে শুধুমাত্র একটি এনবিএফসি হিসাবে কাজ করার অনুমতি দিয়েছিল।
এদিকে, আরবিআই চলতি আর্থিক বছরে নয়টি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে। সম্প্রতি সাতটি সমবায় ব্যাংককে জরিমানা করেছে।
জরিমানা করা ব্যাংকগুলো হলো- টেক্সটাইল ট্রেডার্স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, উজ্জয়িনী নাগরিক হাকরি ব্যাংক, পানিহাটি কো-অপারেটিভ ব্যাংক, দ্য বেরহামপুর কো-অপারেটিভ আরবান ব্যাংক, সোলাপুর সিদ্ধেশ্বর সহকারী ব্যাংক, উত্তরপ্রদেশ কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এবং উত্তরপাড়া কো-অপারেটিভ ব্যাংক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।