বিনোদন ডেস্ক : বাংলা থেকে বলিউডের গাড়িতে সওয়ার আরও এক বঙ্গতনয়া। রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়দের তালিকায় যুক্ত হল আরও এক নাম। তনুশ্রী চক্রবর্তী। জুটি বাঁধছেন সানি দেওলের সঙ্গে।
প্রথম হিন্দি ছবিতে সানির স্ত্রীর চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে। সানি মানেই ‘অ্যাকশন’! সূত্রের খবর, এই ছবির ক্ষেত্রেও তার অন্যথা হবে না। তবে শুধু নায়ক নন, পর্দায় অ্যাকশন করতে দেখা যাবে নায়িকা তনুশ্রীকেও। জোধপুর, উদয়পুরে হচ্ছে ছবির শ্যুটিং।
ছবির বিষয়ে সবিস্তার খোঁজ নিতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে নায়িকার মুখে কুলুপ। রহস্য জিইয়ে রেখে তনুশ্রী বলেন, “এই বিষয়ে কোনও কথা বলতে পারব না।” টলিপাড়ার সূত্রের খবর যদিও বলছে, শ্যুটিং প্রায় শেষের পথে।
বাংলার অভিনেতাদের বলিউডের যাত্রা এই নতুন নয়। কলকাতা, মুম্বই, দক্ষিণ সব জায়গাতেই দাপিয়ে কাজ করছেন যিশু। হিন্দি ছবিতে নিয়মিত দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়কে। একের পর এক সিরিজে স্বস্তিকাও এখন পরিচিত মুখ। অন্য দিকে মুক্তি পেতে চলেছে আবীর চট্টোপাধ্যায়ের প্রথম হিন্দি সিরিজ। সেই তালিকাতেই নতুন সংযোজন তনুশ্রী। টলিউডে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-তে শেষ বার অভিনেত্রীকে পর্দায় দেখা গিয়েছিল।
মিঠুনের কথায় সিনেমা থেকে হেমা মালিনীর দৃশ্য কেটে ফেলেছিলেন পরিচালক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।