আন্তর্জাতিক ডেস্ক : ব্রিকস জোটে যোগ দিতে এবার আনুষ্ঠানিক আবেদন করেছে আফ্রিকার দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ ইথিওপিয়া। বৃহস্পতিবার (২৯ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।
স্থানীয় সংবাদ সংস্থা ইএনএ’র মতে, ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেলেস আলেম বলেছেন, ‘আমরা আশা করছি, ব্রিকস আমাদের আবেদনে ইতিবাচক সাড়া দেবে।’ তিনি আরও বলেন, ইথিওপিয়ার স্বার্থ রক্ষা করবে এমন আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখবে সরকার।
‘হর্ন অফ আফ্রিকা’ খ্যাত ইথিওপিয়া আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য মতে, এর অর্থনীতি বিশ্বের মাত্র ৫৯তম।
বহু মেরুর দুনিয়া গঠনের লক্ষ্যে ২০০৯ সালে গঠিত হয় ব্রিকস জোট। ওই বছর প্রথম শীর্ষ সম্মেলন করে চার সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। পরের বছর (২০১০ সালে) এতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা।
ব্রিকসের প্রধান লক্ষ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। ২০১৫ সালে ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠা করে। এর লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেয়া এবং আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো পাশ্চাত্য-সমর্থিত প্রতিষ্ঠানগুলোর বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করা।
ব্রিকসভুক্ত দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় ৪২ ভাগ হলেও বৈশ্বিক রফতানিতে তাদের হিস্যা মাত্র ১৮ ভাগ। জি৭-ভুক্ত পাঁচটি দেশের জিডিপিই এর চেয়ে অনেক বেশি। বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী, ব্রিকসের বৈশ্বিক জিডিপি ২০১০ সালের ১৮ ভাগ থেকে বেড়ে ২০২১ সালে হয়েছে ২৬ ভাগ।
এরপরও ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা অব্যাহতভাবে বিকশিত হচ্ছে। বৈশ্বিক অর্থনীতিতে তাদের প্রভাব বাড়াচ্ছে। এছাড়া ভূরাজনৈতিকভাবে ব্রিকসের গুরুত্ব বাড়ছে।
সম্প্রতি ব্রিকস জোটে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে আর্জেন্টিনা, আলজেরিয়া, ইরান, মিশর ও বাংলাদেশ। ব্রিকস নেতারা ২২-২৪ আগস্ট অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এছাড়া ব্রিকসে আরও ২৫টির মতো দেশ যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, বেলারুশ, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মেক্সিকো, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, সেনেগাল, সুদান, সৌদি আরব, থাইল্যান্ড, তিউনিশিয়া, উরুগুয়ে, ভেনেজুয়েলা ও জিম্বাবুয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।