বিনোদন ডেস্ক : শাকিব খানের ছেলে আব্রাম খান জয় এখন সোশ্যাল সেনশেসন। তারকা সন্তান হওয়ার কারণে তার ওপর মিডিয়ার আলো এসে পরে খুব স্বাভাবিকভাবেই। কদিন আগেই প্রিয়তমা সিনেমায় শাকিব খানের ঠোঁট মেলানো গান গেয়ে টিকটকে আলোচিত হন জয়। এবার দেখা গেল অন্য এক জয়কে।
সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মা অপু বিশ্বাসের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন আব্রাম খান জয়। সে সময় পাশ দিয়ে একটি রিকশা ভ্যান যাচ্ছিল। জয় দৌঁড়ে গিয়ে সেই ভ্যানে উঠের পড়ে। জয়ের এই কাণ্ড দেখে অপু বিশ্বাস যেমন হেসেছেন তেমন অবাকও হয়েছেন।
কেননা জয় যা করেছে তা রীতিমতো কঠিন কাজ। এখানেই শেষ নয়। এরপর জয় ভ্যান চালাতে চায়। চালকের সিটে উঠে বসে পড়ে।
অপু বিশ্বাসও উঠে পড়েন ভ্যানে। কিন্তু মাকে নিয়ে জয় কোনোভাবেই প্যাডেল মারতে পারছিল না। পরে একা অনেকটা প্যাডেল মেরে টেনে নিয়ে যায়। দেখা যায়, অপু বিশ্বাসও সহায়তা করছেন। এই ভিডিও দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন।
সামাজিকমাধ্যমে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। আব্রাম খান জয় এখন অনেকটাই বড়। শাকিব খানের সঙ্গেও তার সখ্য। মা-ছেলের মতো বাবা-ছেলেরও সম্পর্কের স্থিরচিত্র দেখা যায় সামাজিক মাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।