জুমবাংলা ডেস্ক : ফটিকছড়ি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রায়াসে ডিবেট ক্লাব ও বিজ্ঞান ক্লাবের উদ্বোধন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
“স্বাধীনতা এনেছি, সংষ্কার আনবো” এই স্লোগান কে সামনে রেখে আজ ৩ ডিসেম্বর, রোজ মঙ্গলবার বেলা ১১ টায় ফটিকছড়ি উপজেলা মিলনায়তনে, ফটিকছড়ি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আয়োজনে ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ডিবেট ক্লাব ও বিজ্ঞান ক্লাবের উদ্বোধন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
উক্ত সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক চৌধুরি এর সঞ্চালনায় ও চট্টগ্রামের সমন্বয়ক জনাব আকিব হাসান মাহির সভাপতিত্বে ডিবেট ক্লাবের উদ্বোধন উপলক্ষে একটি জমজমাট বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ককের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে, “দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীরাই দায়ী” এই বিষয়ে বির্তক করেন, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় বনাম নাজিরহাট বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়।
এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ নূর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ও সমন্বয়কদের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা।
সমন্বয়কদের মুখপাত্র ওমামা ফাতেমা বলেন, “আমি এই অনুষ্ঠানের আয়োজকদের অংসখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য, বিতার্কিকরা ও যথার্থ পরিশ্রম করে তাদের বির্তকের বিষয়কে ফুটিয়ে তুলার চেষ্টা করেছে, এমন আয়োজন যেন ধারাবাহিক ভাবে প্রতিটি স্কুলে চালু হয়”।
তিনি আরো বলেন, “বিগত দিনের শিক্ষা পদ্ধতি আমাদের মেধা বিকাশের জন্য ভাবতে শিখায় না, আমাদের চিন্তার জগৎ কে আরো সমৃদ্ধি করতে যুক্তি দিয়ে সকল সমস্যা সমাধান করতে বির্তক আমাদের অনেক এগিয়ে রাখবে”।
খান তালত মাহমুদ রাফি বলেন, “আমাদের সাফল্যর জন্য সব সময় টার্গেট অনুযায়ী কাজ করতে হবে, লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে হবে। এবং আমারা যে ক্লাব গুলো গড়ে তুলছি তার যথাযথ ব্যবহার ও চর্চা চালিয়ে যেতে হবে”।
এছাড়া ও অতিথি হিসাবে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম বলেন, “একটা জাতিকে উন্নত করতে, বিজ্ঞান চর্চা ও বিতর্ক চর্চার বিকল্প নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এই মহৎ উদ্দ্যোগকে আমি, সাধুবাদ জানায়, এইধরনের বিজ্ঞান ও বির্তক ক্লাব যেন সব স্কুল কলেজে স্থাপন করা হয়, যা শিক্ষার্থীদের অনেক এগিয়ে রাখবে”।
ফটিকছড়ি উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য যে উদ্যোগ হাতে নিয়েছে তার সাফল্য ও অনুষ্ঠানের আয়োজক, সমন্বয়কদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।