জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটি সরকারের দায় নয়।
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টামণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার সরকারের বাইরে বিএনপি, আওয়ামী লীগ বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক তাদের দায়-দায়িত্ব তো আমার না। এইটা যারা করছে আপনি উনাদের প্রশ্ন করেন। উনাদের প্রশ্ন করেন উনারা কতটুকু গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক লোক না।”
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি সময় টেলিভিশনের ১০ জন কর্মকর্তাকে বরখাস্ত করানোর জন্য চাপ প্রয়োগ করেছেন।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রেস সচিব বলেন, “আমি আমার সরকারের কথা বলতে পারি। প্রাইভেট সিটিজেন কী করছেন, তা বলতে পারব না। আমি সমন্বয়কারী সরকারের সদস্য নই। আমার সরকারের কেউ যদি কোথাও গিয়ে চাকরি খাওয়ার হুমকি দেয়, তখন আমাকে বলবেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।