আন্তর্জাতিক ডেস্ক : ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারতের মণিপুরে। রকেট ও ড্রোন দিয়ে হামলা হচ্ছে বিভিন্ন এলাকায়। এবার ড্রোন হামলা বন্ধ করতে অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো শুরু করেছে নিরাপত্তাকর্মীরা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
হিন্দুস্তান টাইমস বলছে, রোববার প্রান্তিক এলাকায় অ্যান্টি-ড্রোন সিস্টেম বসিয়েছে দ্য আসাম রাইফেলস। এ ছাড়া বিভিন্ন স্টেশনে এই ব্যবস্থা দিতে শুরু করেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মণিপুর পুলিশ।
এ ছাড়া আরও ড্রোনবিরোধী ব্যবস্থা বসানো হবে বলে জানিয়েছে পুলিশ। এসব ছাড়াও এ ধরনের আরও প্রতিরোধী ব্যবস্থা বসাতে যাচ্ছে তারা।
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে কুকি এবং মেইতেইয়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ চলছে। প্রাণ গিয়েছে কয়েক শ মানুষের। আপাত শান্তি ফিরলেও বিক্ষিপ্ত অশান্তি, গোলাগুলির খবর প্রায়ই আসছে। সাম্প্রতিক হামলার ঘটনায় কুকি জঙ্গিদের দায়ী করছে মেইতেইরা। অন্যদিকে কুকিদের দাবি, মেইতেইদের দিক থেকেই প্রথম গুলি চলেছে।
মণিপুরের কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট লামটিনথাং হাওকিপ কুকি সম্প্রদায়ভুক্ত। তাঁর দাবি, মণিপুরে নতুন করে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। মণিপুরের মুখ্যমন্ত্রী তথা মেইতেই সম্প্রদায়ভুক্ত এন বীরেন সিংয়ের বিরুদ্ধে সম্প্রতি কুকি-জো সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ মিছিল বের করেছিলেন। সেই প্রতিবাদের কণ্ঠরুদ্ধ করতেই এসব হামলা চালানো হয় বলে দাবি করেন হাওকিপ।
গত ১ সেপ্টেম্বর থেকে নতুন করে মণিপুরে শুরু হয় উত্তেজনা। এবার রাইফেল ও গ্রেনেডের পাশাপাশি ড্রোন ও রকেট ব্যবহার করা হচ্ছে।
এতে নিরাপত্তা ব্যবস্থা আবারও হুমকির মুখে পড়ে। গত সপ্তাহে ড্রোন হামলায় একজন নিহতের তথ্যও পাওয়া গেছে। এরপর আরও দুইবার এই হামলা হয়েছে। এ কারণে এবার অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো শুরু করেছে নিরাপত্তাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।