মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জনপ্রতি ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার(২ জানুয়ারি) আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে আশুলিয়া রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আকতার বলেন
তারা মাদক সেবন করতেছিলো,তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেক কে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে
প্রশাসন সূত্র আরও জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


