খেলাধুলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। অ্যান্টিগায় ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিনে মাত্র ৪০ মিনিট টিকতে পেরেছে সফরকারীরা। অবশ্য আগেরদিনই ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে মেহেদী মিরাজের দল হার প্রায় নিশ্চিত করে ফেলে। বাকি আনুষ্ঠানিকতা সেরে টানা পঞ্চম টেস্ট হারল বাংলাদেশ। এমন ফলাফলে স্বাভাবিকভাবেই দায়টা ব্যাটারদের কাঁধেই যায়!
ম্যাচ শেষে অধিনায়ক মিরাজও ব্যাটারদের ওপরই হারের দায়টা দিয়েছেন। যদিও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে মোমেন্টাম তৈরি করেছিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদরা। ক্যারিবীয়দের মাত্র ১৫২ রানেই গুটিয়ে দেওয়ার পথে ৬ উইকেট শিকার করেন তাসকিন। তার প্রশংসা করে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে মিরাজ বলেন, ‘আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেলেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) মধ্যে ভালো জুটি ছিল। ১৪০ রানের পার্টনারশিপই ছিল টার্নিং পয়েন্ট।’
ক্যারিবীয়রা বড় জুটি গড়ে ম্যাচের প্রথম ইনিংসে। মিকাইল লুইস (৯৭) ও অলিক আথানাজে (৯০) সেঞ্চুরির হতাশায় পুড়লেও বিপর্যয় সামলে গড়েন ১৪০ রানের জুটি। এ ছাড়া টেল-এন্ডারে আলজারি জোসেফ ও কেমার রোচও কাকতালীয়ভাবে ১৪০ রানের জুটি গড়েছেন। টাইগারদের ম্যাচ হারে সেটিকেই অন্যতম কারণ বলছেন মিরাজ।
তবে নিজেদের ব্যাটিংকে দায় দিতে ভুললেন না বাংলাদেশের এই সিরিজের অধিনায়ক, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটে। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে। আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচের জন্য আরও ভালো হতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।