রিয়েল-টাইম ডেটা ও বিগ ডেটা প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্লাউডেরা ডেটা ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে বিকাশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ‘ডেটা ইন মোশন অ্যান্ড স্ট্রিমিং সাকসেস’ বিভাগের বিজনেস ইনোভেশন ক্যাটাগরিতে শীর্ষ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এই অর্জন
২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিগ ডেটা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডেরা, ডেটা ব্যবস্থাপনা ও অ্যানালিটিক্সে উদ্ভাবনী প্রয়োগকে স্বীকৃতি জানাতে এ পুরস্কার প্রদান করে আসছে। এবছর বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান হিসেবে এই পুরস্কার অর্জন করেছে বিকাশ।
সিঙ্গাপুরের মেরিনা বে-তে আয়োজিত অনুষ্ঠানে বিকাশ-এর পক্ষ থেকে প্রোডাক্ট ও টেকনোলজি ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মো: মহিউদ্দিন পুরস্কারটি গ্রহণ করেন। একই ক্যাটাগরিতে সিঙ্গাপুরের ওসিবিসি গ্রুপ এবং ভারতের ভোডাফোন আইডিয়া-ও পুরস্কৃত হয়।
বিকাশের পথচলা
২০১১ সালে যাত্রা শুরু করে বিকাশের লক্ষ্য ছিল সবার জন্য সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করা। মোবাইল ফোনভিত্তিক এই সেবার মাধ্যমে আজ দেশের ৮ কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী তাদের দৈনন্দিন লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন করছেন।
টাকা পাঠানো, বিল পরিশোধ, কেনাকাটা বা সঞ্চয়ের মতো কাজগুলোকে সহজ করে তুলেছে বিকাশ। প্রতিদিনের লেনদেনে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিকাশ এখন হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
এই আন্তর্জাতিক স্বীকৃতি বিকাশের প্রযুক্তি-চালিত যাত্রাকে আরও একধাপ এগিয়ে নিলো। নিরাপদ ও উদ্ভাবনী আর্থিক সেবা নিশ্চিত করতে ডেটার কার্যকর ব্যবহার অব্যাহত রেখেই গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনা তৈরিতে অঙ্গীকারবদ্ধ থাকবে বিকাশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।