AnTuTu বেঞ্চমার্ক: Asus Rog Phone 6 Pro হচ্ছে জুলাই এর সবথেকে শক্তিশালী অ্যান্ড্রয়েড স্মার্টফোন
AnTuTu জুলাই মাসের সবথেকে পাওয়ারফুল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা যাচ্ছে যে আসুসের দুইটি স্মার্টফোন প্রথম এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
ব্ল্যাক শার্ক ফাইভ প্রো জুনের স্মার্টফোনের তালিকায় শীর্ষ স্থানে থাকলেও এখন তা ৪ নম্বরে নেমে গেছে। তালিকায় সবার উপরে আছে Asus Rog Phone 6 Pro। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটের র্যাম হচ্ছে ১৮ জিবি এবং একইসাথে ৫১২ জিবি স্টোরেজ ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির দাম বাংলাদেশে এক লক্ষ আশি হাজার টাকা এবং ভারতে এক লক্ষ পঞ্চাশ হাজার রুপি।
তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে Asus Zenphone 6। এই হ্যান্ডসেটে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হয়েছে। এখানে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ইনস্টল করা আছে। স্মার্টফোনের দাম বাংলাদেশে ৮০ হাজার টাকা এবং ভারতে ৬৭ হাজার রুপি।
তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে নুবিয়া রেড ম্যাজিক সেভেন হ্যান্ডসেটটি। এখানে প্রসেসর হিসেবে স্নাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হয়েছে। ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ইন্সটল করা আছে। বাংলাদেশে স্মার্টফোনের দাম ৭৬ হাজার টাকা এবং ভারতে ৬৩ হাজার রুপি।
তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে Black Shark 5 Pro। অন্যান্য স্মার্টফোনের মত এখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ইনস্টল করা আছে। বাংলাদেশ স্মার্টফোনটির দাম ৬০ হাজার টাকা এবং ভারতের ৫০ হাজার রুপি।
তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে Vivo X80। উপরের চারটিতে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হলেও এখানে মিডিয়াটেক এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট এই হ্যান্ডসেটে ইন্সটল করা আছে। পাশাপাশি স্মার্টফোনটির সাথে আপনি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পেয়ে যাবেন। স্মার্টফোনের দাম বাংলাদেশের ৭৬ হাজার টাকা এবং ভারতের ৬৪ হাজার রুপি।
অনেক স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর থাকা সত্ত্বেও AnTuTu এর তালিকায় স্থান পায়নি।
সোর্স: gizchina
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।