বিনোদন ডেস্ক : অনন্ত জলিলের স্ত্রী বর্ষা নায়িকা হিসেবে বেশ পরিচিত। এমনকি নির্দিষ্ট শ্রেণির দর্শক বর্ষাকে ভীষণ পছন্দ করেন। তিনি নিজেও এটা অনুভব করেন। বর্ষা বলেন, ‘৫০ উর্ধ্ব আন্টিরা আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে।’
তিনি বলেন, তারা আমাকে বলে থাকে, খুবই সুন্দর করে তুমি নিজেকে প্রেজেন্ট করো। যেটা আমাদের সন্তান ও পরিবার একসাথে বসে দেখা যায়। আমি মনে করি, ‘দিন দ্য ডে’ ছবিটি আমার প্রশংসাগুলো আমাকে অনেক উপরে নিয়ে যাবে।
এখনও পর্যন্ত ৫টি ছবি মুক্তি পেয়েছে বর্ষার। সবগুলো ছবিতে তার নায়ক অনন্ত জলিল। দীর্ঘ ৯ বছর পর এ জুটির ‘দিন দ্য ডে’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল আযহায়। ছবিটি বাংলাদেশের পাশাপাশি ইরান ও তুর্কিতে শুটিং হয়েছে। ছবিতে নতুন এক বর্ষাকে দেখতে পাবেন দর্শক; এমনটাই মনে করেন বর্ষা।
ইরানে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বর্ষা বলেন, অনেক কষ্ট করে ইরানে গিয়ে শুটিং করেছি। মেয়েদের বিষয়ে তারা খুবই রক্ষণশীল। নায়িকা হয়ে সেখানে শুটিং করতে গেলেও ইরানিরা আমাকে ছাড় দেননি। আমাদের দেশে যেমন স্লিপার পরা যায়, এটা ইরানে পরতে পারিনি। ক্যামেরাতে এগুলো চলে আসলে তাদের জরিমানা হতো। ফ্যাশনেবল ছিলাম কিন্তু শালীনতা ছিল।
অন্যদিকে অনন্ত জানিয়েছেন, ছবির বাজেট প্রায় ১০০ কোটি টাকা (১০ মিলিয়ন ডলার)। বলেন, ইরান এই বাজেট নির্ধারণ করার পর আমি প্রস্তাব দেই বাংলাদেশে শুটিংয়ে খরচ হবে সেটা আমি দিতে পারবো। যেহেতু আমাদের হল কম তাই বেশি বিনিয়োগ করতে পারবো না। ইরানের ৪০ দিন শুটিংয়ের পরিকল্পনা থাকলে ৫৭ দিন শুটিং করতে হয়েছে। সেখানে বাজটে বেড়েছে।
দিন দ্য ডে’র মতো ছবি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন অনন্ত জলিল। তিনি বলেন, টম ক্রুজের ছবিতে যেমন সাউন্ড পাওয়া যায় দিন দ্য ডে ছবিতেও তেমন ফিল পাওয়া যাবে। বাংলাদেশের শিল্পী হিসেবে ভাগ্যবান মনে করি যে এতো বড় আয়োজনের ছবি করতে পেরেছি। বাকিটা ঈদে মুক্তির সময় পুরো ছবি দেখতে দর্শক বুঝবে।
বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোমহর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।