বিনোদন ডেস্ক : টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক।
রহস্যের ছাপ পড়বে এবার সুমনা কাঞ্জিলালের ছবিতে। মোজোটেল এন্টারটেইনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউশনের ব্যানারে প্রযোজক সুমনা কাঞ্জিলাল-এর হাত ধরে আসছে নতুন এই ছবি। পরিচালনায় কৌস্তুভ।
সূত্রের খবর, গল্পে ফুটে উঠবে ভরপুর রহস্য। মৃত্যু রহস্যের জালে ছড়িয়ে পড়া নানা ঘটনাকে ঘিরে এগোবে ছবি। জানা যাচ্ছে, মুখ্য চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল। অনুভবের নায়িকার চরিত্রে থাকছেন ঐন্দ্রিলা বসুকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজদীপ সরকার।
এই ছবির হাত ধরে প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন অনুভব-ঐন্দ্রিলা। যদিও এর আগে তাঁরা একসঙ্গে ‘মিলি’ ধারাবাহিকে কাজ করেছেন, তবে জুটি বেঁধে এই প্রথম। ছবি জুড়ে দেখা যাবে টলিপাড়ার বহু পরিচিত মুখকে।
গল্প নিয়ে কাজ এগোচ্ছে, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি ছবির নাম। ইতিমধ্যেই হয়েছে চিত্রনাট্য নিয়ে আলোচনা। নতুন কাজ শুরুর খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করেছেন সুমনা কাঞ্জিলাল। জানিয়েছেন, ‘২১ দিন টাইফয়েডের কবলে ছিলাম। খুব দুর্বল। কিন্তু আজ নতুন সিনেমার প্রথম স্ক্রিপ্ট রিডিং। কাজ থামতে দেওয়া যাবে না। শরীরের সাথে যুদ্ধ করে এভাবেই বেঁচে আছি… লড়াই আছে, লড়াই থাকবে, সঙ্গে আছে কিছু ভাল মানুষ আর আমার ঈশ্বর..।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।