অনুভব-বিদিশার হোটেল রুমের অন্তরঙ্গ ছবি ফাঁস!

বিনোদন ডেস্ক : জামশেদপুরের টাটানগরের হোটেলে যে বিদিশার সঙ্গে উঠেছিলেন অনুভব, সেই প্রমাণ আগেই সামনে প্রকাশ্যে এসেছে। হোটেলের ১০৩ নম্বর রুমের ভিতরে ঠিক কী ঘটেছিল? যুগলের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি এবার প্রকাশ্যে।

মৃত মডেলের বান্ধবী দিয়ার সঙ্গে কথোপকথনে অনুভব দাবি করেছিলেন, বিদিশার সঙ্গে তাঁর কোনও প্রেমের সম্পর্ক ছিল না। বরং বিদিশা নিজের ইচ্ছেয় বারবার ঝাড়গ্রামে যেতেন। তাঁর সঙ্গে হোটেলে রাত কাটাতেন। এমনকী অনুভব বেরা বলেন, “আমি আজ পর্যন্ত বিদিশাকে I Love You বলিনি।”

শুক্রবার ভারতীয় গণমাধ্যম Zee 24 Ghanta প্রকাশ্যে আনে সেই ছবি। ছবিতে দেখা গেছে, জামশেদপুরের টাটানগরের একটি হোটেলের রেজিস্টারের ছবি। যেখানে দেখা যাচ্ছে, ২৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত অনুভব এবং বিদিশা ওই হোটেলে ছিলেন। অনুভব নিজের নিজের নামেই হোটেল বুকিং করেছিলেন। ১০৩ নম্বর রুমে তাঁরা উঠেছিলেন। এবার সামনে এল দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের দুটো ছবি।

একটি ছবিতে দেখা যাচ্ছে, অনুভবকে জড়িয়ে ধরে তাঁরে গালে চুমু খাচ্ছেন বিদিশা। অন্য একটি ছবিতে, রুমের মধ্য়েই অনুভবকে বিদিশার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

প্রধানমন্ত্রীকে নিয়েই ট্রোল হয়, আমি তো নগণ্য: শ্রাবন্তী