আনুশকাকে ‘স্যার’ ডাকায় যা বললেন কোহলি

কোহলি ও আনুশকা

বিনোদন ডেস্ক : ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অন্যদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তারা বরাবরই পাওয়ার কাপল হিসেবে পরিচিত অনুরাগীদের কাছে।

কোহলি ও আনুশকা

একসঙ্গে যখনই ধরা দেন ক্যামেরায়, ব্যাপক ভিড় জমে আশপাশে। বুধবার রাতে আনুশকা আর বিরাট কোহলিকে পাওয়া গেল ডিনার ডেটে।

আনুশকা ঢিলেঢালা সাদা প্যান্টের সঙ্গে পরে এসেছিলেন ধূসর রঙের স্ট্রাইপড টপ। বিরাট কোহলি পরেছিলেন একটা মিলিটারি প্রিন্ট শার্ট। রেস্তোরাঁয় প্রবেশের আগে পাপারাজ্জিদের জন্য পোজ দিলেন দুজনে। আর সেখানেই কোহলিকে পাওয়া গেল বেশ মজার মুডে।

এক ফটোগ্রাফার ছবি তোলার সময় আনুশকাকে ‘স্যার’ বলে ডেকে ফেলেন! তিনি ভুল করে বলে ফেলেন, ‘ক্যাপ্টেনজি… আনুশকা স্যার’। আর তাতে হেসে ফেলেন আনুশকা।

পুরুষের এই ৭টি শারীরিক লক্ষণ কঠিন রোগের পূর্বাভাস

পাশ থেকে বিরাট বলেন, ‘এবার বিরাট ম্যাম বলে দাও।’ যদিও এসবই হয়েছে মজার ছলে।