আনুশকাকে শতরান উৎসর্গ করে তোপের মুখে কোহলি

তোপের মুখে কোহলি

স্পোর্টস ডেস্ক : মাঝখানে কেটে গিয়েছে ১,০১৯ দিন। একের পর এক ম্যাচে বিরাট কোহলি রান পেলেও, সেঞ্চুরির আগলটা কিছুতেই ভাঙতে পারছিলেন না তিনি। হাফসেঞ্চুরি করলেও শতরান করতে না পারার কারণে দিন দিন যেন তাঁর সম্মান ধূলিস্যাৎ হয়েছে। তারপরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর উপরে আস্থা রেখেছিল। ভরসা রেখেছিল ১৩০ কোটি ভারতীয় জনগণ।

তোপের মুখে কোহলি

অবশেষে হল প্রতীক্ষার অবসান। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরানটি করে ফেললেন বিরাট কোহলি। আর সেইসঙ্গে গত আড়াই বছর ধরে তাঁকে যে লাঞ্ছনা এবং গঞ্জনা সহ্য করতে হয়েছে, তার যোগ্য জবাব দিলেন তিনি। আর ম্যাচের শেষে এই কাঙ্খিত সেঞ্চুরি তিনি স্ত্রী অনুষ্কা শর্মা এবং মেয়ে ভামিকাকে উৎসর্গ করলেন। আর এখানেই গায়ে জ্বালা ধরেছে কোহলি সমর্থকদের। বিষয়টি ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে নেট পাড়ার একাংশ।

তাঁদের দাবি, বিরাটের ব্যাটে যখন শতরানের খরা চলছিল তখন তো তাঁরাও ঈশ্বরের কাছে কিং কোহলির সেঞ্চুরির প্রার্থণা করেছিলেন। ফলে এই শতরানটি তাঁদের প্রত্যেককেই উৎসর্গ করা উচিত ছিল বিরাটের। যদিও ব্যাপারটি নিয়ে খুব বেশি একটা জলঘোলা হয়নি।

মাঝখানে কেটে গিয়েছে ১,০১৯ দিন। একের পর এক ম্যাচে বিরাট কোহলি রান পেলেও, সেঞ্চুরির আগলটা কিছুতেই ভাঙতে পারছিলেন না তিনি। হাফসেঞ্চুরি করলেও শতরান করতে না পারার কারণে দিন দিন যেন তাঁর সম্মান ধূলিস্যাৎ হয়েছে। তারপরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর উপরে আস্থা রেখেছিল। ভরসা রেখেছিল ১৩০ কোটি ভারতীয় জনগণ।

প্রতিবার ব্যর্থতার পরেও তাঁর বিভিন্ন সোশ্যাল সাইটে বলে এসেছেন, ‘এবার হয়নি তো কী হয়েছে, পরেরবার নিশ্চয়ই হবে।’ এমনকী BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও বেশ কয়েকবার বিবৃতি দিয়েছিলেন যে চিন্তা করার কোনও কারণ নেই। খুব তাড়াতাড়িই বিরাট কোহলির ব্যাটে রান আসবে। অবশেষে এল সেই কাঙ্খিত শতরান। আর এই শতরানের পিছনে গোটা কৃতিত্বটাই তিনি দিলেন স্ত্রী অনুষ্কাকে।

ম্যাচের শেষে বিরাট কোহলি বললেন, ‘আজ সারাটা দিন যেভাবে কাটল, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই গোটা সময়কালে আমি নিজের সম্পর্কে বহু জিনিস লক্ষ্য করেছি। তবে এই আনন্দের মুহূর্তে আমি একজন বিশেষ মানুষের কথাই বলতে চাই – অনুষ্কা – এই কঠিন সময়ে ওই একমাত্র আমার পাশে দাঁড়িয়েছিল। এই কয়েকটা মাস আমার সবথেকে খারাপ সময়টা ও একেবারে কাছ থেকে দেখেছে এবং সহ্য রেখেছে। পাশাপাশি এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার বিভিন্ন পরামর্শও দিয়েছে।’

জারিন খানের শরীরচর্চার ভিডিও তুমুল ভাইরাল

এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় কোহলি সমর্থকেরা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। জিতেন্দ্র সিং যাদব নামে একজন নেট নাগরিক লিখেছেন, ‘ভারতের ১৩০ কোটির বেশি জনগণের প্রার্থণা, সবটাই বেকার হয়ে গেল। বিরাট কোহলি তাঁর শতরানের কৃতিত্ব স্ত্রী অনুষ্কা শর্মা এবং মেয়েকে দিলেন। দেখ রহা হে বিনোদ, বিরাট কীভাবে আমাদের সবাইকে বুড়ো আঙুল দেখালেন।’