বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনটির উন্নত ব্যাটারি সক্ষমতার কারণে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে ফোনটি। এতে স্টোরেজ সুবিধা রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি বা ২৫৬ জিবি র্যাম।
সাশ্রয়ী মূল্যের নতুন পিক্সেল ৯এ স্মার্টফোনটির আনুষ্ঠানিক উন্মোচন করেছে গুগল, যার দাম চারশ ৯৯ ডলার। এ-সিরিজের স্মার্টফোনটির সবচেয়ে বড় পরিবর্তন হল এর চেহারা, কারণ সর্বশেষ মডেলের ফোনটিতে এর পেছনের ক্যামেরা বারটি বাদ দিয়েছে মার্কিন সার্চ জায়ান্টটি।
স্মার্টফোনটির চিপও আপগ্রেড করেছে গুগল। নতুন মডেলটিতে কোম্পানিটির নিজস্ব টেনসর জি৪ প্রসেসর বা চিপ রয়েছে, যেখানে আগের মডেলে জি৩ চিপ ছিল বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।
গুগল বলেছে, ৯এ স্মার্টফোনটির উন্নত ব্যাটারি সক্ষমতার কারণে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে ফোনটি। এতে স্টোরেজ সুবিধা রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ বা ২৫৬ জিবি রম।
পিওনি, আইরিস, পোরসেলিন ও অবসিডিয়ান এই চারটি রঙে এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি। এতে রয়েছে আপগ্রেডেড ৬.৩ ইঞ্চির অ্যাকটুয়া ডিসপ্লে, যা এ-সিরিজের ফোনের এখনও পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লে বলে দাবি গুগলের।
নতুন ডিসপ্লেটি ২৭০০ নিটস উজ্জ্বলতার পিক্সেল ৮ মডেলের ফোনের চেয়ে ৩৫ শতাংশ বেশি উজ্জ্বল। ব্যবহারকারীদের আরও মসৃণ অভিজ্ঞতা দেওয়ার জন্য ৯এ-তে রয়েছে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট।
স্মার্টফোনটির আপগ্রেডেড ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমে ১৩ এমপি আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৪৮ এমপি মূল ক্যামেরা রয়েছে। এ-সিরিজের ডিভাইসে প্রথমবারের মতো ‘ম্যাক্রো ফোকাস’ও যোগ করেছে গুগল, যা ব্যবহারকারীদের ক্লোজআপ ছবি তুলতে সাহায্য করবে।
এ ছাড়াও ৯এ-তে রয়েছে এআইচালিত ফটোগ্রাফি ফিচার। যার মধ্যে আছে অ্যাড মি, বেস্ট টেক, ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, অডিও ম্যাজিক ইরেজার, নাইট সাইট, অ্যাস্ট্রোফটোগ্রাফি ও নাইট সাইট’সহ নতুন প্যানোরামা ফিচারও।
গুগল আরও বলেছে, এখনও কোম্পানিটির সবচেয়ে টেকসই এ-সিরিজের ফোন হচ্ছে এই নতুন ৯এ স্মার্টফোন।
“আপগ্রেড করা আইপি৬৮ ফিচারের কারণে ফোনটি পানি ও ধূলাবালি ঠেকাতে পারে। যার মানে, ছিটকে পড়ে গেলে আঘাত ঠেকাতে, পানির ফোঁটা ও ধুলা সহ্য করতে পারে ফোনটি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।