জুমবাংলা ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, গত ১৫ বছর যারা শাসন করেছে তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিরোধীরা জেলে। এখন আবার বিরোধীরা জেলে। দল ক্ষমতায় থাকলে জামিন পায়। এরকম সমাজ আমরা চাই না।
আজ পর্যন্ত কেউ সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে নাই। বৈষম্য দূর করতে পারে নাই। ফ্যাসিস্টকে বিদায় দেওয়ার পর ভেবেছিলাম দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আর কোন লুটপাট হবে না। কেউ ধর্ষিতা হবে না। ব্যবসায়ীরা নির্বিগ্নে ব্যবসা করবে। কিন্তু কি দেখলাম? দখলদারী, চাঁদাবাজি বন্ধ হয়নি। চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। ঘুষ বন্ধ হয়নি। নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সাম্যতা থাকলে সবাই সমান থাকবে। কামার, কুমার, ঋষি, মেথর, ধনী, গরিব, মুসলমান, হিন্দু সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এজন্য দেশ স্বাধীন হয়েছিল। ভেবেছিলাম অধীকারের জন্য আর কারো আন্দোলন করতে হবে না। কিন্তু তা হয়নি।
তিনি ভাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা, ভাঙ্গার পাশ্ববর্তী সদরপুর ও চরভদ্রাসন উপজেলা থেকে বিপুল সংখ্যক ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হান্নান মাতুব্বরের সভাপতিত্বে ভাঙ্গা পৌরসভার বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৭তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা অধ্যাপক মুফতী আনোয়ার হোসেন, ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, ফরিদপুর জেলা সহসভাপতি মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জাহিদ হোসেন, ফরিদপুরের সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী সেলিম হোসাইন, ভাঙ্গা উপজেলা শাখার সদস্য হাবিবুর রহমান, ওলামা মশায়েখ পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আজিজ ফকির,ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নাহিদ হাসান প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।