জুমবাংলা ডেস্ক : জামায়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান সম্প্রতি এক সভায় আওয়ামী লীগের শাসনামল নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তিনি নিজেও গুমের শিকার হয়েছিলেন এবং সেই সময় তার ওপর চরম নির্যাতন চালানো হয়েছিল।
সভায় শফিকুল আলম বলেন, “আমাদের নেতাকর্মীদের ওপর যে জুলুম চালানো হয়েছে, তা ইতিহাসের এক কালো অধ্যায়। গুম, খুন ও মিথ্যা মামলায় আমাদের নেতৃত্বকে দমন করার চেষ্টা করা হয়েছে। আমি নিজেও সেই সময় গুমের শিকার হয়েছিলাম।”
তিনি আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কুখ্যাত স্থাপনা ‘আয়নাঘর’ ছিল বাস্তবের জাহান্নাম। তিনি বলেন, “আয়নাঘরে যারা গিয়েছে, তারা জীবন্ত নরকে ছিল। সেখানে কী পরিমাণ ভয়াবহ নির্যাতন চলত, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
কারাগারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জামায়াত নেতা বলেন, এ কারাগার পৃথিবীর সবচেয়ে ভয়াবহ কারাগারগুলোর একটি। সেখানে আমাদের দিনের পর দিন অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।