‘ডন ৩’ ছবিতে কিয়ারা ছাড়াও থাকছেন আরও এক নায়িকা, কে তিনি?

ডন ছবি

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হলো ‘ডন’ ছবি। এবার ‘ডন ৩’-এর জন্য রণবীর সিংকে নির্বাচিত করেছেন পরিচালক ফারহান। সেখানে রণবীরের সঙ্গী হচ্ছেন কিয়ারা আডবাণী। ঘোষণার পর থেকেই ‘ডন ৩’ ছবিটি আলোচনার কেন্দ্রে রয়েছে।

ডন ছবি

কারণ, শাহরুখের পরিবর্তে এই ছবিতে ডন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রণবীর সিংহ।
শুরু থেকেই এই ছবি নিয়ে অনুরাগীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু নির্মাতারা নেতিবাচক কোনও মন্তব্যকে পাত্তা দিতে নারাজ। কারণ, ইতিমধ্যেই তারা ছবির নায়িকা হিসেবে কিয়ারা আডবাণীর কথা ঘোষণা করেছেন। সূত্রের খবর, ছবিতে থাকছেন আরও একজন নায়িকা।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত প্রথম ‘ডন’। ছবিতে রোমার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া। এছাড়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান।

১৯৭৮ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’। এই ছবিতে ‘ইয়ে মেরা দিল’ গানে অমিতাভের সঙ্গে দর্শক দেখেছিলেন হেলেনকে। শাহরুখের ছবিতে হেলেনের চরিত্রে আসেন কারিনা। এই গানে বাদশার সঙ্গে কারিনার সমীকরণ নিয়ে এখনও অনুরাগী মহলে চর্চা অব্যহত।

সূত্রের খবর, ‘ডন ৩’ ছবিতে কারিনার মতো একটি চরিত্রকে রাখার পরিকল্পনা করেছেন ফারহান। আর এই চরিত্রের জন্য প্রস্তাব গেছে নায়িকা জাহ্নবী কাপুরের কাছে।

নির্বাচন করছেন মাহিয়া মাহি

সম্প্রতি, ফারহানের অফিসের বাইরে দেখা যায় জাহ্নবীকে। তারপর থেকেই বলিপাড়ায় গুঞ্জন দানা বাঁধে। শোনা যাচ্ছে, আগের মতোই ছবিতে একটি বিশেষ গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা এবং জাহ্নবীকেই এই চরিত্রের জন্য তাদের পছন্দ হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।