বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের নারীরা পতিত সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই সরকার আপনার কন্যা সন্তানকে, আমাদের মা-বোনকে রাজপথে ধর্ষণ করেছে। আপনাকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সেই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে আমাদের নেতা জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার তারেক রহমান। তিনি ১৭ বছর আপনাদের সঙ্গে লড়াই করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। ওই মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারী সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাড. নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে সেলিমা রহমান বলেন, দেশের স্বাধীনতার পেছনে রয়েছে অনেক মা-বোনের অবদান।
শহীদ প্রেসিডেন্ট যখন স্বাধীনতা ঘোষণা করেন তখন আমাদের মা বোনেরা স্বামী-সন্তানকে যুদ্ধে এগিয়ে দিয়েছিল। নিজেরা লাঞ্ছিত হয়েছিল পাকিস্তানি গণবাহিনীর হাতে। বিএনপি সরকার গঠন করলে দেশের নির্যাতিত নারীদের জন্যে কাজ করবে। কন্যা সন্তানের জন্যে রাষ্ট্র পাশে থাকবে। সে জন্যে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাড. নেওয়াজ হালিমা আরলি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক কুলসুম খাতুনসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



